১৯৭০ সালের ১২ নভেম্বর সমগ্র উপকূলের ওপর যে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় আঘাত হেনেছিল, তার ক্ষত আজো শুকায়নি। বিস্তীর্ণ উপকূলীয় জনপদকে সুরক্ষায় টেকসই উন্নয়ন পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে উপকূল আজো অরক্ষিত। তাই উপকূলের জন্য পৃথক বোর্ড গঠন জরুরি হয়ে পড়েছে। ১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ ঘোষণা এবং উপকূলীয় অঞ্চলের সুরক্ষার দাবিতে বরিশালে পদযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে এই কর্মসূচি পালিত হয়। সকাল ১১ টায় নগরীতে পদযাত্রা শেষে সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক মানববন্ধনের আয়োজন করে তারা।
আমিনুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সোহানুর রহমান ও জুবায়ের ইসলামসহ অন্যান্যরা। মানববন্ধনে বক্তারা বলেন, উপকূলের বিপুল জনগোষ্ঠী জাতীয় অর্থনীতিতে বড় অবদান রাখছে। এরপরও উপকূলের প্রায় ৫ কোটি মানুষ চরম ঝুঁকিতে রয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে দিন দিন ঝুঁকি বাড়ছে। উপকূলবাসীর স্বাস্থ্য সুরক্ষায় রাষ্ট্রীয়ভাবে ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষনার দাবি জানানো হয় মানববন্ধনে।