আজকের ঝলক নিউজ

বাসার দুই রুমে ঝুলছিল বাবা-ছেলের মরদেহ

Spread the love
FacebookTwitterLinkedinPinterestWhatsappFacebook MessengerEmail

রাজধানীর ম’গবাজার নয়াটোলা একটি বাড়ির পাঁ’চতলা থেকে বাবা-ছেলের ঝু’লন্ত মৃ’তদেহ উদ্ধার করেছে পুলিশ। নি’হতরা হলেন- খাইরুল ইসলাম সোহাগ (৫৫) ও তার ছেলে শা’হারাত ইসলাম আরিন (১৪)।

বুধবার (১১ নভেম্বর) হা’তিরঝিল থানা পুলিশ বিকেলের দিকে সংবা’দ পেয়ে মগবাজার নয়া’টোলা র‍্যাব অফিসের পাশে একটি বা’ড়ির পাঁচতলা থেকে ঝু’লন্ত মৃতদেহ উদ্ধার করে। পরে আ’ইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ ময়না’তদন্তের জন্য রাত সাড়ে ৯টার দি’কে ঢাকা মেডিকেল ম’র্গে পাঠিয়েছে।

তাদের বা’ড়ি লক্ষ্মীপুর রামগঞ্জ উ’পজেলায় এলাকায়। বর্ত’মানে মগবাজার নয়া’টোলা র‍্যাব অফিসের পাশে একটি ভ’বনের পাঁচতলার ভা’ড়া থাকত।

হা’তিরঝিল থানার (ইন্সপেক্টর তদন্ত) ম’হিউদ্দিন ফারুকী ঘটনার স’ত্যতা নিশ্চিত করে জা’নান, সন্ধ্যার দিকে আ’মরা ঘটনাস্থলে গিয়ে বা’বা-ছেলের ঝুলন্ত মৃ’তদেহ দেখতে পাই।

তিনি আরও জা’নান, আরিন শারীরিক প্র’তিবন্ধী ছিল, একটি হা’সপাতালে তার চিকিৎসা চ’লছিল। তার বাবা ব্যব’সার লোকসানের কারণে মান’সিকভাবে বিপর্যস্ত ছিল।

ঘটনার সময় সো’হাগের স্ত্রী নাজমুন না’হার নূপুর বাজারে গিয়ে’ছিলেন। পরে বাজার থে’কে এসে দেখে দরজা ব’ন্ধ তারপরে দুটি লা’শ উদ্ধার করা হয়। ত’বে ঝুলন্ত অবস্থায় দু’টি মৃ’তদেহ পৃথক কক্ষে ছি’ল।

পু’লিশের এ কর্মকর্তা আরও জা’নান, দুজনেরই ঝুলন্ত লা’শ উদ্ধার করা হয়েছে। এখন বাবা ছে’লেকে মেরে সে নিজে আ’ত্মহত্যা করেছে কিনা বি’ষয়টি তদন্ত করা হ’চ্ছে। ময়’নাতদন্তের প্রতিবেদন পেলে মৃ’ত্যুর কারণ জানা যাবে।

FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsappEmail
Exit mobile version