আজকের ঝলক নিউজ

মাকে ভরণ-পোষণ না দেয়ায় ছেলের কারাদণ্ড

Spread the love

নড়াইলে বৃ’দ্ধ মাকে মাকে ভরণ-পো’ষণ না দেওয়ায় ছে’লেকে ১৫ দিনের কা’রাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আ’দালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) স’কালে ভ্রাম্যমাণ আদালতের বি’চারক কালিয়া উপজেলা নি’র্বাহী অফিসার (ইউএনও) মো. নাজমুল হুদা এ সা’জা প্রদান করেন।

জানা গে’ছে, কালিয়া উপজেলার বি’লবাউচ গ্রামের মৃত সাইদ মো’ল্যার ছেলে আকরাম মো’ল্যা (৫৫) তার বৃদ্ধা মা’কে ভরণ-পোষণ দিতেন না। মা’য়ের অভিযোগের প্রে’ক্ষিতে আকরামকে আ’টক করে পুলিশ।

পরে ভ্রা’ম্যমাণ আদালতে হাজির ক’রা হলে নির্বাহী ম্যাজি’স্ট্রেট তাকে ১৫ দিনের বি’নাশ্রম কা’রাদণ্ডাদেশ দেন। প’রে তাকে নড়াইল জেলা কারা’গারে পাঠানো হয়।

Exit mobile version