আজকের ঝলক নিউজ

এএসপি আনিসুল হত্যা: ১০ আসামি আদালতে

Spread the love

রা’জধানীর মানসিক হাসপাতালে ক’র্মচারীদের মারধরে সিনিয়র এএসপি আনিসুল করিমের মৃ’ত্যুর ঘটনায় গ্রেফতার ১০ আ’সামিকে আদালতে নেওয়া হ’য়েছে।

আনিসুল হ’ত্যায় এই ১০ আসামিকে মঙ্গলবার (১০ নভেম্বর) বি’কেল ৩টায় আদালতের কা’ঠগড়ায় তোলা হচ্ছে বলে জা’না গেছে।

এর আগে, এসপি আনিসুলকে মা’রধরের ভিডিও ফুটেজ প’র্যালোচনা করে ১০ জনকে গ্রে’ফতার করে পুলিশ। মা’রধরের ঘটনায় এদের সবার সং’শ্লিষ্টতা পাওয়া গেছে। এ তথ্য জা’নিয়েছিলেন তেজগাঁও জো’নের উপপুলিশ ক’মিশনার হারুন অর রশীদ।

হারুন অর রশীদ ব’লেন, এই ঘটনার সঙ্গে হা’সপাতালের কর্তৃপক্ষ, ব্য’বস্থাপনার জড়িত সবার বি’রুদ্ধে আইনানুগ প’দক্ষেপ গ্রহণ করা হবে। স’রকারি হাসপাতালের কে’উ জড়িত থাকলে তাদেরকেও আ’ইনের আওতায় আ’না হবে।

সোমবার (৯ নভেম্বর) রা’তে রাজধানীর আদাবরের মা’ইন্ড এইড নামের একটি বে’সরকারি হাসপাতালে চিকিৎসা নি’তে এসে হাসপাতাল কর্মীদের মারধরে মৃ’ত্যু হয় বরিশাল মেট্রোপলিটন পু’লিশের (বিএমপি) ট্রাফিক বিভাগের সহকারী ক’মিশনার মোহাম্মদ আনিসুল করিমের।

হাসপাতাল থে’কে পাওয়া সিসিটিভি ফুটেজ থে’কে দেখা যায়, হাসপাতালে ৬-৭ ক’র্মী টেনেহিঁচড়ে ওই কক্ষের ম’ধ্যে নিয়ে আসে আনিসুলকে। সে’খানে তাকে কয়েকজন চে’পে ধরে রাখতে দেখা যায়। এ’কই সঙ্গে কয়েকজনকে তা’কে কনুই দিয়ে আঘাত ক’রতে থাকেন। দী’র্ঘক্ষণ নিস্তেজ হয়ে পড়ে থা’কলেও আ’নিসুলের চিকিৎসার ব্যাপারে কে’উ কোনো পদক্ষেপ নে’ননি। পরে তাকে শ্যা’মলী জাতীয় হৃদরোগ ই’নস্টিটিউট হাসপাতালে নেওয়া হলে ক’র্তব্যরত চিকিৎসক তাকে মৃ’ত বলে ঘোষণা করে।

Exit mobile version