আজকের ঝলক নিউজ

ভর্তি পরীক্ষা হবে না ঢাবি’র দুই ইউনিটে

Spread the love

আগামী শি’ক্ষাবর্ষ (২০২১-২২) থেকে ঢাকা বিশ্ব’বিদ্যালয়ের ঘ ও চ ইউনিটের ভ’র্তি পরীক্ষা হবে না। ৫টি ই’উনিটের পরিবর্তে তি’নটি ইউনিটের আওতায় বিশ্ববি’দ্যালয়ের ভর্তি পরীক্ষা নেওয়ার প’রিকল্পনা নেওয়া হয়েছে। 

এ ক্ষেত্রে ক’লা অনুষদভুক্ত খ ইউনিটের ভর্তি প’রীক্ষার নাম পরিব’র্তনের প্রস্তাব রাখা হয়েছে।

রোববার (০৮ নভেম্বর) বিশ্ব’বিদ্যালয়ের ডিনস কমিটির মিটিংয়ে এ বি’ষয়ে আলোচনা হয়। মিটিংয়ে সভা’পতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারু’জ্জামান।

বৈঠক শেষে উপা’চার্য বলেন, উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে তি’নটি গ্রুপ আছে (বিজ্ঞান, ক’লা, বাণিজ্য) ভবিষ্যতে সেগু’লোকে বিবেচনায় নিয়ে তি’নটি ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষার কা’র্যক্রম পরিচালিত হবে। তি’নটি ইউনিটের নাম’করণ কী হবে, তা পরে ঠিক করা হবে।’

এটি কার্য’কর হবে ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে। এক্ষে’ত্রে সামাজিক বিজ্ঞান অনুষদ’ভুক্ত ঘ ইউনিট এবং চারু’কলা অনুষদভুক্ত চ ইউনিটের ভ’র্তি পরীক্ষা বিলুপ্ত করা হবে। এ দুই ইউ’নিটের শিক্ষার্থীদেরও বিজ্ঞান, ক’লা এবং ব্যবসা শিক্ষা ইউ’নিটের মাধ্য’মে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

Exit mobile version