আজকের ঝলক নিউজ

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

Spread the love

সাতক্ষীরার তালায় ফেসবুকে স্ট্যা’টাস দিয়ে শেখ রিয়াদ হোসেন বা’বু (২৬) নামের এক যুবক আ’ত্মহত্যা করেছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে হা’সপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ’ত্যু হয়।

এর আগে, শুক্রবা’র বিকেল ৪টার দিকে তিনি বিষপান করেন। নি’হত বাবু তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হরিশচন্দ্রকার্টি গ্রামের শেখ মনজুর হো’সেনের ছেলে।

প্রাথমিকভাবে ধারণা’ করা হচ্ছে, পারিবারিক কলহসহ মানসি’কভাবে বিপদগ্রস্ত হয়ে শুক্রবার স’ন্ধ্যায় নিজ বাড়িতে কীটনাশক পান করেন শেখ রি’য়াদ। মৃ’ত বাবুর চাচা শেখ মিজবাহ উদ্দীন বিষয়’টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খু’লনা বিএল কলেজ থেকে এবার সে অ’নার্স শেষ করেছে। চাকরি না পেলে বি’য়ে করবে না জানালে পরিবারের সদস্যরা তার ছো’ট ভাইয়ের বিয়ে করানোর জ’ন্য তোড়জোড় শুরু করে। শুক্রবার তার মামা’ ও পরিবারের সদস্যরা ছোট ভাইয়ের জন্য মেয়ে দেখতে পা’শের গ্রামে যায়। মেয়ে দেখে ফিরে আসা’র পর তারা জানতে পারে বাবু বি’ষপান করেছে।

এসময় তাকে উদ্ধার করে তা’লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যা’ওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অব’স্থায় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।

তালা থানায় ভারপ্রাপ্ত ক’র্মকর্তা (ওসি) মেহেদী রাসেল বলে’ন, তীব্র হতাশা থেকেই এ ধর’নের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাত’দন্তের জন্য ‘মৃতের লাশ শনিবার সকালে সা’তক্ষীরা সদর হাসপাতাল ম’র্গে পাঠানো হবে।

Exit mobile version