আজকের ঝলক নিউজ

ভোলায় ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সফটওয়্যার (২য় পর্যায়) পাইলটিং এর প্রশিক্ষণ প্রদান

Spread the love

ডেস্ক নিউজ

ভোলাতে ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সফটওয়্যার (২য় পর্যায়) পাইলটিং কার্যক্রম বাস্তবায়নের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৪ নভেম্বর ২০২০ তারিখ বুধবার সকাল ১০:০০ টায় সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য সুরক্ষা মেনে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ  প্রশিক্ষণ কর্মসূচি  শুরু হয়। ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এ প্রশিক্ষণ কমর্সূচির শুভ উদ্বোধন করেন। প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার (ডিএলআরসি) তরফদার মোঃ আক্তার জামীল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক। অনুষ্ঠান সঞ্চালনা করেন  ভোলার আরডিসি মোঃ রায়হানুল ইসলাম।

প্রশিক্ষণে হোল্ডিং এন্ট্রি,  দৈনিক আদায় এন্ট্রি, ক্যাশ ও পাস বই এন্ট্রি,  লেজার রিপোর্ট, দৈনিক আদায় ও মাসওয়ারী রিপোর্ট, ভূমি উন্নয়ন কর পরিশোধ রসিদ, এলডি ট্যাক্স ক্যালকুলেটর, ২নং রেজিস্টার আপডেট, এসিল্যান্ড কর্তৃক রেজিস্টার-২ যাচাই প্রভৃতি সম্পর্কে প্রশিক্ষণার্থীদের ধারণা প্রদান করা হয়।

উল্লেখ্য, প্রশিক্ষণে ভোলা জেলার ০৭ উপজেলার সর্বমোট ২১ জন সহকারী কমিশনার (ভূমি), ইউনিয়ন  ভূমি সহকারী কর্মকর্তা এবং ইউনিয়ন উপ-ভূমি সহকারী কর্মকর্তা অংশগ্রহণ করেন।

Exit mobile version