আজকের ঝলক নিউজ

রাঙামাটিতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

Spread the love

রাঙামাটিতে পৃথক সড়ক দু’র্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। ম’ঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দি’কে শহরের কাঠালতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।’

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শহরের কাঠালতলী এলা’কায় একটি মোটরসাইকেলের সাথে বি’পরীত দিক থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আ’রোহী রুদ্র খীসা এলজিন (৪০) এবং মো’শারফ হোসেন (৩৯) গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাদেরকে রাঙামাটি সদর হাস’পাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক দুজ’নকেই মৃ’ত ঘোষণা করেন। নিহত রুদ্র খীসা এলজিন শ’হরের চম্পকনগরের এবং মোশারফ রি’জার্ভবাজারের বাসিন্দা।

অপরদিকে, প্রায় একই সময়ে কু’তুকছড়ি এলাকায় মোটরসাইকেলের সা’থে সিএনজি চালিত অ’টোরিকশার সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাঘাইছড়ি উ’পজেলার সাজেক থানা ছাত্রলীগের স’ভাপতি মো. রুবেল (২৮) ঘ’টনাস্থলেই নিহত হয়। এসময় মো’টরসাইকেলের আরেক আরোহী সাজেক থা’না ছাত্রলীগের সাধারণ সম্পাদক মা’হিম চৌধুরী আহত হয়েছেন।

রাঙামাটি স’দর হাসপাতালের জরুরি বি’ভাগের চি’কিৎসক লুভা চাকমা তি’নজন নিহত হও’য়ার বিষয়টি নিশ্চিত ক’রেছেন।

কোতোয়ালি থানার উপপ’রিদর্শক লিমন বোস জানিয়েছেন, দুটি দুর্ঘ’টনায় ৩ জন মারা গে’ছেন। শহ’রের দুর্ঘ’টনায় সম্পৃক্ত মোটরসাইকেল ও পি’কআপ জব্দ করে আমরা থানায় নি’য়ে এসেছি। এখন নি’হতদের পরিবারের সাথে আলোচ’না করে পরবর্তী আইনি পদক্ষেপ নে’য়া হবে।’

Exit mobile version