সারাদেশে অক্টোবর মা’সে ২১৬ জন নারী ও শিশু ধ’র্ষণের শিকার হয়েছেন। এর মধ্যে সং’ঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে ৪৪টি। অক্টোবর মাসে শিশু নির্যাতন উ’দ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়ে ১০১ কন্যাশিশু নি’র্যাতনসহ ৪৩৬ জন নারী ও কন্যাশিশু নি’র্যাতনের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বাং’লাদেশ মহিলা পরিষদ থেকে গ’ণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জা’নায় সংগঠনটি।
বিবৃতিতে মহিলা পরিষদ জা’নিয়েছে, বাংলাদেশ মহিলা প’রিষদের লিগ্যাল এইড উপপরিষদে সং’রক্ষিত ১৩টি দৈনিক প’ত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে দে’খা গেছে ২০২০ সালের অক্টোবর মাসের শি’শু নি’র্যাতন উদ্বেগজনকভাবে বৃদ্ধি পে’য়েছে। পত্রিকায় প্রকাশিত সংবাদ অ’নুসারে অক্টোবর মাসে মো’ট ৪৩৬ জন নারী ও ক’ন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে।
তার মধ্যে ৪৪ জন সং’ঘবদ্ধ ধর্ষণসহ মোট ২১৬ জন ধ’র্ষণের শিকার হয়েছে। এর মধ্যে ১০১ শি’শু ধর্ষণের শিকার এবং ২৫ শি’শু সংঘবদ্ধ ধ’র্ষণের শি’কার হয়েছে। এ ছাড়া ১৬ শিশুসহ ধ’র্ষণের চেষ্টা করা হয়েছে ২৩ জনকে। শ্লী’লতাহানির শিকার হয়েছে ৫ জন, যা’র মধ্যে ৩ শিশু রয়েছে।
বি’বৃতিতে আরও জানানো হ’য়েছে, ১২ শিশু যৌন নিপীড়নের শি’কার হয়েছে। অ্যাসিড দগ্ধের শি’কার হয়েছে ৪ শিশু এবং অ্যা’সিডদগ্ধের কারণে মারা গেছে একজন। অগ্নিদগ্ধের শি’কার হয়েছে দুজন। যার মধ্যে এক নারীর মৃ’ত্যু হ’য়েছে। উ’ত্ত্যক্তকরণের শিকার হয়েছে ১০ জন। অ’পহরণের ঘটনা ঘটেছে মোট ১২ জন। এ’রমধ্যে ৮ জন শিশু। পাচারের শি’কার হয়েছে ৪ জন। যার মধ্যে এক শি’শু পাচার শিকার হয়েছে। যৌ’নপল্লীতে ৩ জনকে বিক্রি করা হয়েছে। বিভিন্ন কা’রণে ১১ শিশু’সহ ৪৪ জনকে হ’ত্যা করা হয়েছে।
এ ছাড়া ৬ জন’কে হত্যার চেষ্টা করা হ’য়েছে। যৌতুকের কারণে নি’র্যাতনের শিকার হয়েছেন ৮ জন। শা’রীরিক নির্যাতনের শিকার হয়েছেন ১৫ শি’শুসহ ২১ জন। বিভিন্ন নি’র্যাতনের কারণে ৫ শি’শুসহ আ’ত্মহত্যা করেছে ৬ জন। ৮ শি’শুসহ ৪৬ জনের রহস্যজনক মৃ’ত্যু হয়েছে। বাল্যবিয়েসংক্রান্ত ঘ’টনা ঘটেছে ৬টি। সাইবার ক্রাইম অ’পরাধের শিকার ৪ জন শি’শুসহ ৮ জন।