আজকের ঝলক নিউজ

বেনাপোল পৌরসভার নির্বাচনের দাবীতে সরকারী বিভিন্ন প্রশাসনিক দপ্তরে স্মারকলিপি প্রদান করলো বেনাপোল পৌরবাসী

Spread the love
মোঃ আইয়ুব হোসেন পক্ষী, বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোল পৌরসভার মেয়াদ উত্তীর্ণ  নির্বাচন ও দ্রুত প্রশাসক নিয়োগে প্রধানমন্ত্রী বরাবর অবহিত করনে যশোর জেলায় অবস্থিত সরকারী বিভিন্ন প্রশাসনিক দপ্তরে স্মারকলিপি
প্রদান করলো বেনাপোল পৌরবাসী ৷
সোমবার (০২ নভেম্বর ) সকাল ১১টার সময় বেনাপোল পৌরবাসী সংগঠনের আহ্বায়ক মোস্তাক আহমেদ স্বপন ও সদস্য সচিব সাংবাদিক মহসিন মিলন স্বাক্ষরিত স্মারকলিপি
কপি মাননীয় প্রধানমন্ত্রী বরাবর অবহিত করন কল্পে যশোর জেলা প্রশাসকের নিকট, প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি প্রদানের উদ্দেশ্য যশোর জেলা নির্বাচন কমিশনার এর নিকট ,স্থানীয় সরকার মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানে এলজিইডি যশোর জেলা অফিসে প্রধান কর্মকর্তার নিকট ,সাইফুজ্জামান পিকুল যশোর জেলা পরিষদের চেয়ারম্যানকে স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, বেনাপোল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান, যশোর জেলা পরিষদের সদস্য অহিদুজ্জামান অহিদ, বেনাপোল পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল ও সাধারণ সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন, বেনাপোল পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মহাতাব উদ্দিন ও প্রচার মোঃ আকবর আলি, বেনাপোল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আজিজুর রহমান, প্রফেসর নওশের আলী,আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোস্তফা, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আলী মন্টু, ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদসহ
Exit mobile version