আজকের ঝলক নিউজ

যশোরের শার্শায় একটি প্রাইভেটকার ভারতীয় ফেন্সিডিলসহ গ্রেফতার-২

Spread the love

মোঃ আইয়ুব হোসেন পক্ষী,বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শার নাভারন সাতক্ষীরা মোড় থেকে একটি প্রাইভেটকার ও ৬৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ যাদবপুর গ্রামের আঃ মাজেদ আলীর ছেলে মোঃ সবুজ(২৮) ও দক্ষিন বুরুজবাগান গ্রামের মৃত: সেফাতুল্যার ছেলে আঃ আজিজ(৫২)কে গ্রেফতার করেছে র‌্যাব-৬ এর সদস্যরা।

সোমবার(২ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এর নেতৃত্বে একটি আভিযানিক দল যশোর জেলার শার্শা থানাধীন নাভারন সাতক্ষীরা মোড়স্থ হোটেল রাজ এর সামনে পাঁকা রাস্তার উপর গাড় নেভী ব্লু কালারের একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১২-৭৪৭৯) গাড়ী মধ্যে থেকে ভারতীয় ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

যশোর র‌্যাব-৬, সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন(এক্স)বিএন গ্রেফতার আসামীসহ একটি প্রাইভেটকার উদ্ধার এর বিষয়টি নিশ্চিত করেন।তিনি আরো বলেন, ধৃত আসামী ও জব্দকৃত আলামত সহ যশোর জেলার র্শাশা থানায় হস্তান্তর এবং ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর সারনী ক্রমিক ১৪ (গ) ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

Exit mobile version