আজকের ঝলক নিউজ

নিহত স্বামীর পাওয়া টাকা চাওয়ায় বিধবা নারীর লোকজনের বিরুদ্ধে আমিন গংয়ের অভিযোগ

Spread the love

স্টাফ রিপোর্টারঃ
নারায়ণগঞ্জের বন্দরে নিহত স্বামীর পাওনা টাকা চাওয়ায় বিধবা নারীর পক্ষের

লোকজনের বিরুদ্ধে থানায় চাঁদাবাজীর অভিযোগ করেছে আমিনুল ইসলাম নামে জনৈক
ব্যাক্তি। বিধবার লোকজনের বিরুদ্ধে অভিযোগ করায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে
সুবিচারের জন্য বন্দর থানার ওসির প্রতি অনুরোধ জানিয়েছেন অবলা ওই গৃহবধূ।
গৃহবধূর নাম শ্যামলী বেগম। নিহত শামীম ছিলেন একজন চিত্রশিল্পী। সে

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ডের লক্ষণখোলা এলাকার বাসিন্দা।
চিত্রশিল্পী শামীম তার ব্যবসায়ীক পার্টনার পার্শ্ববর্তী মনার বাড়ি এলাকার

আমিনুল ইসলামের সঙ্গে বিগত মাস খানেক পূর্বে মোটর সাইকেলযোগে সোনারগাঁয়ের
উদ্দেশ্যে যাওয়ার পথে নয়াপুর কাঠালিয়া পাড়া নামক স্থানে কভার্ডভ্যানের

চাপায় মারা যায়। সে সময় আমিনুল নিহত শামীমের পরিবারকে ৫০ হাজার টাকা
আর্থিক সহায়তা করে। এর কিছুদিন পর আর্থিক দৈন্যতার কারণে গৃজবধূ শ্যামলী
বেগম আমিনুলের কাছে তার স্বামীর ব্যবসার পাওনা টাকা চাইলে আমিনুল টাকা

দিতে অস্বীকৃতি জানায়। বিষয়টি গৃহবধূ তার আতœীয় স্বজনদের অবহিত করলে তার
পক্ষে এলাকার জনৈক মিন্টু ও সাজু গংয়ের বিরুদ্ধে বন্দর থানায় একটি লিখিত
অভিযোগ দায়ের করেন।

Exit mobile version