আজকের ঝলক নিউজ

কলাপাড়ায় পূজামন্ডপ পরিদর্শন করে নগদঅর্থ প্রদান করেছেন জেলাপরিষদ সদস্য ফিরোজ শিকদার ॥

Spread the love
FacebookTwitterLinkedinPinterestWhatsappFacebook MessengerEmail

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি   ঃ  কলাপাড়ায় সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের
বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গামন্ডপ পরিদর্শন করে ৩টি পূজামন্ডপে
নগদঅর্থ প্রদান করেছেন  জেলাপরিষদ সদস্য ও কলাপাড়া বন্দর-ব্যবসায়ী
সমবায়-সমিতির সাধারণ সম্পাদক মো: ফিরোজ শিকদার।

রবিবার রাতে পৌরশহরের বাদুরতলী সার্বজনীন দূর্গাপূজা মন্ডপ, চিংগড়িয়া
শ্রী শ্রী সার্বজনীন পূজামন্ডপ,  শ্রী শ্রী জগন্নাথ আখড়াবাড়ী সার্বজনীন
পূজামন্ডপ পরিদর্শনে এসে নিজ তহবিল থেকে নগদ পাঁচ হাজার টাকা করে আর্থিক
অনুদান প্রদান করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া বন্দর-ব্যবসায়ী
সমবায় সমিতির সদস্য ও পৌর স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীসহ হিন্দু
স¤প্রদায়ের নেতৃবৃন্দ।

জেলাপরিষদ সদস্য মো: ফিরোজ শিকদার সাংবাদিকদের বলেন, জেলাপরিষদের পক্ষ
থেকে মন্দির উন্নয়নে সব ধরনের সহযোগীতা করছি এবং আগামীতেও করা হবে বলে
জানান এবং তিনি আরো বলেন,  কলাপাড়া পৌরবাসী আমাকে খেদমত করার সুযোগ করে
দিলে এভাবে সকল ধর্মালম্বীদের এবং পৌর শহরে হিন্দু ধর্মালম্বীদের মন্দির
উন্নয়নে সবধরনের সহযোগীতার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং জনগনের  পাশে
থেকে  কাজ করার  অঙ্গীকার করেন।

FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsappEmail
Exit mobile version