আজকের ঝলক নিউজ

বরিশালে দরজা ভেঙে সাবেক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

Spread the love

বরিশালের গৌরনদী উপজেলা গেট সং’লগ্ন ভাড়া বাসার দরজা ভেঙে একটি বে’সরকারি ব্যাংকের সাবেক ক’র্মকর্তা পল্লব রায়ের (৪০) মরদেহ উদ্ধার করেছে পু’লিশ।

শনিবার সন্ধ্যায় ‘তার মর’দেহ উদ্ধার করা হয়।

গৌর’নদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, পল্লব রায় যশোর জেলার ম’নিরামপুর উপজেলার ঝাঁপা এলাকার বাসিন্দা অশোক রায়ের ছেলে। সে দী’র্ঘদিন একটি বেসরকারি ব্যাংকের গৌরনদীর টর’কী শাখার কর্মরত ছিলেন। দেড়মাস আগে তিনি মাদারীপুর শাখায় ক’র্মরত থাকাকালে করোনাকালীন ছাঁটাইতে চা’করিচ্যুত হন। টরকী শাখায় কর্ম’ত থাকাকালে পল্লব রায় তার স্ত্রী ও পুত্র সন্তানকে নিয়ে গৌর’নদীর রুহুল আমিনের বাসায় ভাড়া থাক’তেন।

ওসি আ’রো জানান, শুক্রবার বিকেলে স্ত্রী ও তার পুত্র সন্তা’নকে শ্বশুরবাড়ি বাগেরহাটে দি’য়ে আসেন পল্লব রায়। ওই রাতে সে একাকি বাসায় ঘু’মিয়ে ছিলেন। শনিবার বিকেল প’র্যন্ত তার বাসার দরজা বন্ধ থাকায় স্থানীয়দের স’ন্দেহ হয়। তারা পুলিশকে খবর দিলে সন্ধ্যায় ঘট’নাস্থলে গিয়ে দরজা ভেঙে পল্ল’ব রায়ের মরদেহ উদ্ধার ক’রে পুলিশ। তার মৃত্যুর প্র’কৃত কারণ জানতে লাশের ময়’নাতদন্ত করা হবে বলে ও’সি জানান।

Exit mobile version