ফরিদপুরের বো’য়ালমারীতে কাজ দেওয়ার নাম করে ফো’নে ডেকে নিয়ে সামাদ শেখ (৩০) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহত সামাদ শেখ উপজেলার শেখর ইউনিয়নের দু’র্গাপুর গ্রামের সাঈদ শেখ ছেলে। শু’ক্রবার রাতে উপজেলার সাতৈর-ডোবরা সড়কের মোহনপুর ব্রি’জ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
সামাদ শেখের তৃতীয় স্ত্রী বোয়ালমারী পৌ’রসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মঞ্জিলা বেগম জা’নান, গত কয়েকদিন কর্মহীন সামাদকে কাজে নেওয়ার কথা বলে জনৈক অপরিচিত ফোন নম্বর থে’কে ফোন দিচ্ছিল। সেই সুবাদে সামাদ শুক্র’বার বিকেলে ফরিদপুর জনৈ’ক ওই ব্যক্তির সঙ্গে দেখা করার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। এরপর স্বামী’র আহতের খোঁজ পেয়ে তিনি হা’সপাতালে ছুটে যান।
বোয়ালমারী উপজেলা স্বা’স্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের বে’ডে চিকিৎসাধীন অবস্থায় সামাদ জানান, ফরিদপুরের রাজবাড়ী রাস্তার মো’ড়ে জনৈক ওই ব্যক্তির সঙ্গে দেখা হলে মোট’রসাইকেল যোগে সামাদকে বোয়ালমারী পৌঁছে দেও’য়ার কথা বলে নিয়ে আসে। সাতৈর-ডোবরা সড়কের মোহনপুর ব্রিজের কাছাকাছি নির্জন স্থানে মোটরসাইকেল থা’মিয়ে হঠাৎ সামাদকে কুপিয়ে সঙ্গে থাকা মোবাইল ফোন, নগদ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্ত। ওই এলাকার লোকজন সামাদকে আশঙ্কাজ’নক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা শে’ষে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনকারী বো’য়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) সাইফুদ্দিন জানান, ঘটনাস্থল থেকে একটা বাজার করা ব্যাগ ও সা’মাদকে কুপিয়ে জখমে ব্যবহৃত দা উ’দ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সামা’দের দ্বিতীয় স্ত্রী জিন্নাত আরা ও ভায়রা বিটুল শে’খকে থানায় আনা হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেও’য়া হবে।