আজকের ঝলক নিউজ

বাবার সঙ্গে অভিমান করে তরুণের আত্মহত্যা

Spread the love

শেরপু’রের শ্রীবরদীতে সোহেল (২০) নামে এক তরুণের ম’রদেহ উদ্ধার করেছে পুলিশ। ২২ অ’ক্টোবর বৃহস্পতিবার বিকালে উপজেলার লংগড়পাড়া থেকে তার মরদেহ উ’দ্ধার করা হয়। সোহেল ওই গ্রামের আব্দুল জলি’লের ছেলে। বাবার স’ঙ্গে অভিমান করে ঘরের আড়ায় রশি বেঁধে আ’ত্মহত্যা ক’রেন বলে জানা যায়।

নিহতের প’রিবার ও পুলিশ সূত্রে জানা যায়, পা’রিবারিক কারণে সোহেল কয়েকদিন ধরে বাবা’র সঙ্গে অভিমান করে আসছে। আজ বৃহস্পতিবার দুপুরে স’বার অজান্তে বসত ঘরের আড়ায় রশি বেঁধে আ’ত্মহত্যা করেন তিনি। পরে বা’ড়ির লোকজন তাকে ঝুলতে দে’খে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ম’দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে জে’লা সদর হাসপাতালে প্রেরণ করেছে।

এ ঘট’নার সত্যতা নিশ্চিত ক’রেছেন ঘটনার তদন্তকারী পুলিশ ক’র্মকর্তা এসআই সুমন।

Exit mobile version