আজকের ঝলক নিউজ

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

Spread the love

নোয়াখালীর হাতিয়া পৌরসভার ১ নং ও’য়ার্ডে আয়েশা আক্তার প্রিয়া (২০) না’মে এক গৃ’হবধূকে পিটিয়ে হ’ত্যার অ’ভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে গু’রুত্বর অবস্থায় তাকে হাতিয়া উপজেলা স্বা’স্থ্য কমপ্লেক্সে ভ’র্তি করা হলে ক’র্তব্যরত ডাক্তার তাকে মৃ’ত ঘোষণা করেন। নি’হতের ম’রদেহ উদ্ধার করে ময়’নাতদন্তের জন্য নোয়াখালী জে’নারেল হাসপাতাল ম’র্গে প্রেরণ করা হয়েছে।

নি’হতের পিতা চরকিং ইউনিয়নের শু’ল্লুকিয়া গ্রামের মো. আলমগীর হোসেন অ’ভিযোগ করেন, তার মেয়েকে দীর্ঘদিন থেকে স্বা’মী ইদ্রিস (২৮) নি’র্যাতন করে আসছে। ঘটনার দি’ন সকালে তার মেয়েকে শারীরিক নি’র্যাতন করে স্বা’মী ও তার পরিবারের স’দস্যরা। পরে অবস্থা সং’কটাপন্ন হয়ে পড়লে তা’র মুখে বিষ ঢেলে দেয় শ্ব’শুরালয়ের লোকজন। গু’রুতর অবস্থায় প্রিয়াকে উ’পজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ’র্তি করা হয়। ভর্তি করার কিছু সময় পর তার মৃ’ত্যু হয়। মৃত্যু হওয়ার সাথে সা’থে স্বামী ও তার পরিবারের লো’কজন পালিয়ে যায়। নি’হত প্রিয়ার শ’রীরের বিভিন্ন স্থানে আঘা’তের চিহ্ন রয়েছে।

তিনি আ’রো অভিযোগ করে বলেন, প্রিয়ার স্বা’মী ইদ্রিসের সাথে দীর্ঘদিন অ’ন্য একটি মেয়ের সা’থে পরকিয়া চলে আ’সছে। এ নিয়ে পরিবারে প্রায় ঝ’গড়া বিবাদ ছিল। নি’হত আয়েশার স্বামী ইদ্রিস পৌ’রসভার ১ নং ওয়ার্ডের চ’রকৈলাশ গ্রামের কামাল উদ্দিনের ছেলে।
এ ব্যা’পারে হাতিয়া থানার ওসি তদ’ন্ত কাঞ্চন কান্তি দাস জানান, লা’ম ময়নাতদন্তের জন্য ম’র্গে প্রেরণ করা হয়েছে। তবে নি’হতের পিতা থানায় লি’খিত অভিযোগ দিলে আ’ইনানুগ ব্যবস্থা নে’ওয়া হবে।

Exit mobile version