আজকের ঝলক নিউজ

৫দফা দাবি আদায়ে দশমিনায় মানববন্ধন ও সমাবেশ

Spread the love

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
“অধিকার আদায়ে আমরা সবাই একসাথে” এই সেøাগান নিয়ে পটুয়াখালীর দশমিনা উপজেলা ঔষুধ কোম্পানি প্রতিনিধিদের চাকরি সুনির্দিষ্ট নীতিমালাসহ ৫দফা দাবি আদায়ে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) উপজেলা শাখা মানববন্ধন ও সমাবেশ করেছে। শোমবার সকাল সাড়ে ১০টায় হাসপাতাল সড়কের সামনে বাংলাদেশ

ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) আয়োজনে প্রায়ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে র‌্যালী নিয়ে উপজেলার গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করেন অর্ধশতাধিক রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি ।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) সভাপতি শামিম খান ও সাধারণ সম্পাদক ফারুক মৃধা প্রমুখ। ৫ দফা দাবি। ১. সরকারি নতুন বেতন স্কেল অনুযায়ী ৭ ম গ্রেড সমপরিমাণ বেতন নির্ধারণ।
২. বর্তমান মূল্যস্থিতির সাথে সামঞ্জস্য রেখে টিএ/ডিএ ও অন্যান্য ভাতাদি প্রদান। ৩. চাকরি নিরাপত্তা ও নিশ্চিয়তা বিধানসহ একটি সু-নির্দিষ্ট নীতিমালা প্রণায়ন। ৪. বাংলাদেশ ফারিয়াকে সরকার কতৃক স্বীকৃতি প্রদান। ৫. সাপ্তাহিক ছুটিসহ সকল জাতীয় ছুটি ভোগের বিধান।

Exit mobile version