দু’র্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থ’লবন্দর দিয়ে টানা ৭ দিন ভারত-বাংলাদেশের মা’ঝে আমদানি-রফতানি ব’ন্ধ ঘোষণা করেছে ভারতীয় ব্য’বসায়ীরা।
হিলি আ’মদানি-রফতানি গ্রুপের সভাপতি হারুন-উর-রশিদ হারুন জা’নান, আগামী ২২ অক্টোবর থেকে দু’র্গাপূজা অনুষ্ঠিত হবে।
এজন্য ভারতের হি’লি এক্সপোটার্স অ্যান্ড কা’স্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সা’ধারণ সম্পাদক অশোক কুমার ম’ণ্ডল স্বাক্ষরিত চিঠির মাধ্যমে উ’ৎসবটি যথাযথভাবে পালনের ল’ক্ষ্যে আগামী ২১-২৭ অক্টোবর প’র্যন্ত হিলি স্থ’লবন্দর দিয়ে আমদানি-র’ফতানি না করার সি’দ্ধান্তের কথা জানিয়েছেন।
এ’কইসঙ্গে ২৮ অক্টোবর বুধবার থেকে ব’ন্দর দিয়ে দু’দেশের মাঝে পুনরায় আ’মদানি-রফতানি বাণিজ্য শু’রু হবে।
এদিকে হিলি স্থ’লবন্দর দিয়ে আমদানি-রফতানি ব’ন্ধ থাকলেও শুধু সরকারি ছু’টির দিন ২৬ অক্টোবর ছাড়া হিলি স্থ’লবন্দরের ভেতরের সব কা’র্যক্রম চালু থাকবে বলে তিনি জা’নিয়েছেন।