আজকের ঝলক নিউজ

চট্টগ্রামে অপহরণের ৫৫ দিন পর মায়ের কোলে শিশু তারিনা

Spread the love

চট্টগ্রাম ন’গরের চান্দগাঁও থানার মোহরা থেকে অপহর’ণ হওয়া জান্নাতুল নাঈম তারিনা (৩) নামের একটি শি’শুকে কক্সবাজারের পেকুয়া উপজেলা থেকে উদ্ধার করা হয়। গত বুধবার গভীর রাতে চান্দগাঁও থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করে। অপহর’ণের ৫৫ দিন পর মায়ের কোলে ফিরে আ’সে শিশু তারিনা। এ ঘটনায় পুলিশ এক দম্পতিকে ‘আটক করে।

চান্দ’গাঁও থানা সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট মোহরা এলাকা থেকে শি’শু তারিনাকে অপহরণ করা হয়। ৫ অক্টোবর তারিনার মা তাহমিনা বেগম থা’নায় অভিযোগ দায়ের করলে পুলি’শ উদ্ধার তৎপরতা শুরু করে। অবশেষে প্রযুক্তি’র সাহায্যে তারিনার অবস্থা’ন শনাক্ত করে গত বুুধবা’র দিবাগত রাতে কক্সবাজার পে’কুয়া থানার উজানটিয়া এলাকা থেকে তারিনাকে উদ্ধার করা হয়। তারিনার অপহরণকারী শি’রিন জান্নাত রুমা ও তার স্বামী ইমাম শরীফকে আটক করে আদাল’তে সোপর্দ করা হয়েছে।

চান্দগাঁও থানার ভা’রপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান রহমা’ন খন্দকার বলেন, ‘মোহরা থেকে জা’ন্নাতুল নাঈম নামের শি’শুকে অপহরণ করে  কক্সবাজারের পেকু’য়ায় নিয়ে যাওয়া হয়। পরে অভিযান চালিয়ে শিশু’টিকে উদ্ধার করা হয়। অপ’হরণের সঙ্গে জড়িত এক দম্পতিকেও আ’টক করা হয়েছে।’

জা’না যায়, ইমাম শরীফের স্ত্রী শিরিন জান্নাত রুমা বো’র সম্পর্ক গড়েছিলেন তারিনা’র মা তাহমিনার স’ঙ্গে। মাঝে মধ্যে তা’হমিনার বাসায় আসতেন। শি’শু তারিনাকে আদর-যত্নও করতেন। তাহমি’না চাকরিতে যাওয়া’র সময় তারিনা’কে বাসার কেয়া’রটেকারের কাছে রেখে যেতেন। অপহরণকারী শিরিন তা’রিনাকে সামনের দোকান থেকে জামা-কাপড় কি’নে দেওয়ার কথা বলে গত ২০ আগস্ট নিয়ে যায়। তবে ওই নারীর আগে বা’সায় আসলে তার মোবাইল নম্বর নিয়ে রে’খেছিলেন তাহমিনা, ছবিও তুলে রে’খেছিলেন। তারিনা অপহরণের পর ওই নারীর মুঠো’ফোনে কথাও বলেন তাহমিনা। তারি’নাকে দিতে কাল’ক্ষেপণ করতে শুরুর এক প’র্যায়ে ওই নারী মোবাইল বন্ধ করে যোগাযোগ বি’চ্ছিন্ন করে দেন। এরপর থানায় অভিযোগ দিলে পু’লিশ মা তাহ’মিনার শিশু তারিনা’কে উদ্ধা’র করেন।’

Exit mobile version