নওগাঁর মহা’দেবপুর উপজেলার হাটচকগৌরী না’মক স্থানে নওগাঁ-রাজশাহী মহাসড়কে যাত্রীবাহী বাস ও ব্যা’টারিচালিত অ’টোবাইকের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাস্থলে দু’ইজন নিহত হন। গুরুতর জখম অ’বস্থায় এক নারীসহ চারজনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠান স্থা’নীয়রা। এ মর্মান্তিক সড়ক দু’র্ঘটনাটি ঘটে বুধবার রাত ৯ টায়।
জানা গেছে, নওগাঁ-রা’জশাহী মহাসড়কের মহাদেবপুর উপজেলাধীন হাটচকগৌরী নামক স্থা’নে নওহাটামোড় থেকে নওগাঁ অ’ভিমুখী একটি যাত্রীবাহী বাস ও নও’গাঁ থেকে নওহাটামোড় বাজার অভিমুখী ব্যা’টারিচালিত অটোবাইকের মাধ্যে মু’খোমুখি সং’ঘর্ষ হয়। এরপর এলাকার লোকজন দ্রুত দূর্ঘটনাস্থলে পৌঁ’ছে দেখতে পান বাসের সামনের অংশে অ’টোবাইকটি দুমড়েমুচড়ে আছে। তখন অ’টোবাইকের ভেতর আটকে পড়া এক নারীসহ চা’রজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য নওগাঁ সদর হা’সপাতালে পাঠিয়ে দেন। স্থানীয়রা এবং দু’র্ঘটনাস্থলে এ’কজন নিহত হোন।
স্থা’নীয়রা জানান, একনারীসহ যে চারজনকে নওগাঁ হা’সপাতালে পাঠানো হয়েছে তাদের মধ্যে দুজন মারা যান দু’র্ঘটনাস্থলেই। দু’র্ঘটনার সংবাদ পেয়ে সাথে সাথে দুর্ঘ’টনাস্থলে স্থানীয় নওহাটামোড় ফাঁড়ি পুলিশ পৌছে সড়ক ক্লি’য়ার করাসহ ঘটনাস্থল থেকে একজনের মৃ’তদেহ উদ্ধার করে ফাঁড়ি হেফাজতে নিলেও তা’ক্ষণিকভাবে নিতহের নাম পরিচয়সহ নি’হত বা আহতদের ব্যা’পারে কোনো তথ্য না পা’ওয়ায় তিনি দিতে পারেননি। তবে নিহত ও আহতের না’ম বা পরিচয় জানার জন্য চেষ্টা করছে পু’লিশ ফাঁড়ি ইনচার্জ এস আই জি’য়াউর রহমান জিয়া।