আজকের ঝলক নিউজ

ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক; র‌্যাব-৭

Spread the love

চট্টগ্রাম পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে ১৪,১৪০
ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭

চট্টগ্রাম ব্যুরোঃ র‌্যাব-৭, চট্টগ্রাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন পশ্চিম নাসিরাবাদ, আমতলা এলাকায় আসামির ভাড়াকৃত বসত ঘরের ভিতর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত তথ্যের ভিত্তিতে ১৪ অক্টোবর ০০১০ ঘটিকায় র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আসামী মোঃ জাহাঙ্গীর আলম (৪২),নুর জাহান বেগম (৩২),দের’কে আটক করে।আটককৃত আসামিদের কে ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেখানো মতে বসতঘরের বাথরুমের ছাদের উপর থেকে ১৪,১৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীদের’কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত কক্সবাজার জেলার সীমান্তাবর্তী এলাকা হতে মাদকদ্রব্য আনয়ন করে পরবর্তীতে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের কাছে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৭০ লক্ষ ৭০ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। রিপত

Exit mobile version