আজকের ঝলক নিউজ

নদীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু

Spread the love

দি’নাজপুরের ফুলবাড়ী শাখা যমুনা নদীতে মা’ছ ধরতে গিয়ে সুমন (৩০) নামে এ’ক যুবক নি’খোঁজ হয়। প্রায় ৪ ঘ’ণ্টা পর তার মৃ’তদেহ উদ্ধার করে ফা’য়ার সার্ভিসের ডুবু’রীরা।

সো’মবার সকাল ১০টায় ফুলবাড়ী উ’পজেলার শিবনগর ই’উনিয়নের রা’জারামপুর শাখা য’মুনা নদীর বেলতলি বা’লুর ঘাটে এ ঘ’টনা ঘটে।

প্র’ত্যক্ষদর্শিরা জানায়, ন’দীতে জাল ফেলতে নে’মে সে আর উঠতে পা’রেনি। পরে ফা’য়ার সার্ভিসের ডু’বুরীরা কয়েক দ’ফা অ’ভিযান চালিয়ে বি’কালে মরদেহ উ’দ্ধার করে।

মা’ছ ধরতে এসে নি’খোঁজ সুমন ফুলবাড়ী উপ’জেলার রাঙ্গামাটি সো’য়ানী গ্রামের মৃত সা’মসুল আলমের ছে’লে। তার স্ত্রী’সহ ৭ বছরের এ’কটি ছেলে র’য়েছে।

নি’খোঁজ সুমনের চা’চাতো ভাই গোলজার হো’সেন বলেন, সোমবার স’কাল ১০টায় সু’মনসহ তার ছেলে আ’শিক মাছ ধরতে ফাঁ’সি জাল ছেড়ে দেয়ার জন্য ন’দীতে নামে। জাল ছে’ড়ে দেয়ার সময় সু’মন জালের সাথে জড়ি’য়ে পানিতে পড়ে যা’য়। সে আর উঠ’তে পারেনি। স্থানীয়’রা সুমনকে উদ্ধা’র করতে না পে’রে ফুলবাড়ী ফা’য়ার সার্ভিস স্টে’শনকে খবর দেয়।

ফু’লবাড়ী ফায়ার সার্ভিস স্টেশ’নের ভা’রপ্রাপ্ত কর্মকর্তা সো’হেল রানা বলেন, উদ্ধা’র অভিযান চালিয়ে উ’দ্ধার করা হয়েছে। ঘট’নাস্থলটি গভীর হও’য়ায় তিনি গাই’বান্ধা ফায়ার সার্ভিসে’র ডুবুরি দ’লকে খবর দিয়ে’ছেন। ওই দল’টি এসেই তাকে বি’কালে উদ্ধা’র করে।

Exit mobile version