আজকের ঝলক নিউজ

নারায়ণগঞ্জে সাংবাদিককে কুপিয়ে হত্যা

Spread the love

নারায়ণগঞ্জের বন্দরে মো. ইলিয়াস নামে স্থানীয় এক সাং’বাদিককে কুপিয়ে হ’ত্যার ঘটনা ঘটেছে। ইলি’য়াসকে কুপিয়ে হ’ত্যার অভি’যোগে স্থানীয় তুষার নামে এক যু’বককে আটক করেছে পু’লিশ। এছাড়া আ’টক তুষারের সহোদর তু’র্জয়কে খুঁ’জছে পুলিশ।

রবিবার (১১ অক্টোবর) রাত ৯টার দিকে ব’ন্দরের ক’লাগাছিয়া ইউ’নিয়নের জিওধারা চৌ’রাস্তায় এ ঘটনা ঘটে। নি’হত ইলিয়াস কলাগাছিয়া ইউনিয়নের জিওধারা এলাকার মজিবুর রহমানের ছেলে। সে নারায়ণগঞ্জের স্থানীয় দৈনিক বিজয়ে সংবাদদাতা হি’সেবে কর্মরত ছি’লেন বলে জানা গে’ছে।

প’রিবার ও স্থানীয় লোকজনের দেওয়া তথ্য’মতে, ইলিয়াস মৃত জা’মান মিয়ার দুই ছেলে তুষার ও তু’র্জয়ের অবৈধ গ্যা’স সংযোগ ও মা’দক ব্যবসার সাথে স’ম্পৃক্ত থাকার বিষয়ে পত্রি’কায় লেখালেখি ক’রেছিলেন। এ ঘটনায় আ’টকও হয়েছিল তারা। এর জের ধরেই ইলিয়াসকে কুপিয়ে হ’ত্যা করা হয়েছে অ’ভিযোগ পরিবারের।
স্থানী’য়রা জানান, রবিবার রাত ৮টা’র দিকে সং’বাদকর্মী ইলিয়াসকে কু’পিয়ে রাস্তায় ফেলে রাখা হয়। পরে তা’কে উদ্ধার করে নারা’য়ণগঞ্জ জেনারেল হাস’পাতালে নিয়ে আসেন। ওই সময় হাসপা’তালের চিকিৎসক গো’লাম মোস্তফা ইম’ন তাকে মৃ’ত ঘোষণা করেন।

ঘট’নাস্থলে বন্দর থানার ভা’রপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূই’য়া জানান, এ ঘট’নায় তুষার নামে এক’জনকে আটক করা হয়েছে। তাকে জি’জ্ঞাসাবাদ চলছে। তদ’ন্ত করে বিস্তা’রিত জানানো হবে।

Exit mobile version