আজকের ঝলক নিউজ

সেনা সদস্যের বা’ড়িতে গ্রাম পুলিশের হামলা!

Spread the love

-কুমিল্লার মুরাদনগর উপজে’লার আকুবপুর ইউনিয়নের কোড়ের পাড় গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে অবসরপ্রাপ্ত সে’না সদস্য আনোয়ার হোসেন কামালের বাড়িতে হা’মলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় রবিবার দুপুরে ১১ জনের বি’রুদ্ধে কুমিল্লার ৮নম্বর আমলী আ’দালতে একটি মা’মলা হয়েছে।

-আ’দালতের বিজ্ঞ সিনিয়র জুডিসয়াল ম্যাজিস্ট্রেট চন্দন দেবনাথ ত’দন্তপূর্বক প্রতিবেদন দেওয়ার জন্য বাঙ্গরা বাজার থা’নার ওসিকে নির্দেশ দেন।

-মা’মলার অ’ভিযোগ সূ’ত্রে জানা যায়, কোড়ের পাড় গ্রা’মের অবসরপ্রাপ্ত সে’না সদস্য আনোয়ার হোসেন কামালের সা’থে পূর্ব শ’তার জের ধরে একই গ্রা’মের গ্রাম পু’লিশ শান্ত সরকারের দ্বন্দ্ব চলে আসছে। ওই দ্ব’ন্দের জের ধরে কামালের জা’য়গা থেকে গত ৮ অক্টোবর বৃহ’স্পতিবার সকাল আ’নুমানিক ১০টায় শান্ত সরকার একটি গাছ কে’টে নেয়। এ’তে বাঁ’ধা দিলে শা’ন্ত স’রকারের নেতৃত্বে একদল লোক পরিক’ল্পিতভাবে কামালের স্ত্রী’ স্বর্ণা বেগমের ওপর আক্রমন চালায়।

-অ’ভিযোগে বলা হয়, হা’মলাকারীরা তার মা’থায় দা দিয়ে কু‌‌’পিয়ে র’ক্তাক্ত জ’খম করে, তার গলা’য় থাকা স্ব’র্ণের চেইন ছিনিয়ে নেয়। এ ছা’ড়া বসতঘরে হা’মলা চালিয়ে দ’রজা-জানালা ভাঙচুর চালায়।

-গু’রতর আ’হত স্বর্ণা বেগমকে মুরা’দনগর উপজে’লা স্বাস্থ্য ক’মপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে’খানকার আবাসিক মেডিক্যাল অ’ফিসার ডা. সিরাজুল ইস’লাম মানিক বলেন, স্বর্ণা বেগম মা’রাত্বকভাবে মা’থায় আ’ঘাতপ্রাপ্ত হয়েছেন। মা’থার আ’ঘাত এক ইঞ্চি পি’ছনে গেলেই বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। এখন সে আশ’ঙ্কামুক্ত।

-বা’ঙ্গরা বাজার থা’নার ওসি কাম’রুজ্জামান তালুকদার বলেন, অ’ভিযোগটি এখ’নো আম’রা হাতে পাইনি। পে’লে ত’দন্ত সা’পেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version