আজকের ঝলক নিউজ

আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার তরুণী

Spread the love

সুনামগ’ঞ্জের দোয়ারাবা’জার উপজেলার নরসিং’হপুর ইউনিয়নের দি’নেরটুক গ্রামে আ’ত্মীয়ের বাড়িতে বেড়া’তে এসে ধর্ষণে’র শি’কার হয়েছেন এক তরুণী। বুধবার (৭ অক্টো’বর) দিবাগত রাতে এই ধ’র্ষণের ঘটনা ঘটে।

বৃহস্প’তিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় দোয়া’রাবাজার থানায় না’রী ও শিশু নির্যা’তন দমন আইনে উপজে’লার দৌলতপুর গ্রা’মের আবুল কা’লামের পুত্র মা’নিক মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করে ভি’কটিমের পরিবার। স্থানীয়রা অভি’যুক্ত যুবককে আট’ক করে পুলিশে দিয়ে’ছেন।

পুলিশ জানায়, বুধ’বার উপজে’লার নরসিংপুর ইউনিয়’নের খাইরগাঁও গ্রাম থেকে পার্শ্ব’বর্তী দিনেরটুক গ্রামে আ’ত্মীয়ের বাড়িতে বেড়া’তে আসেন ওই ত’রুণী। রাতে মানিক আত্মী’য়ের বসতঘরে ঢুকে জো’রপূর্বক ওই তরু’ণীকে ধ’র্ষণ করে। পরে বিষ’য়টি জানাজা’নি হলে অভিযুক্ত মা’নিককে আটক করে পু’লিশে দেন এলাকাবা’সী। বৃহস্প’তিবার সন্ধ্যা’য় থানায় মামলা করেন ভিকটি’মের পরিবার।

দোয়া’রাবাজার থানার ভারপ্রা’প্ত কর্মকর্তা মুহাম্মদ না’জির আলম বলেন, দিনে’রটুক গ্রামে এক তরু’ণী ধ’র্ষণের ঘটনায় মা’মলা হ’য়েছে। আসামিকে গ্রেফতা’র করা হয়েছে।

Exit mobile version