আজকের ঝলক নিউজ

গাজীপুরে স্কুলের ভেতরে নিয়ে মাদ্রাসাছাত্রীকে গণধর্ষণ, দু’জন গ্রেফতার

Spread the love

গাজীপুরের কাশি’মপুরে একটি বেসর’কারি স্কুলের ভেত’রে আটকে ১৩ বছর বয়’সী মাদ্রাসা’ছাত্রীকে গণধ’র্ষণের অভি’যোগে দুই যু’বককে গ্রেফ’তার করেছে পুলিশ।

বৃহ’স্পতিবার দুপুরে নওগাঁয় অভি’যান চালিয়ে অ”ভিযুক্ত দুই জনকে গ্রেফ’তার করা হয়ে’ছে। এর আগে স’লে এ ঘটনায় ছা’ত্রীর মা বা’দী হয়ে কাশি’মপুর থানায় এক’টি মামলা দা’য়ের করেন।

মামলা’য় নওগাঁ সদর থা’নার রজাকপুর এলা’কার মো. নজরুল ইসলাম লি’টনের ছেলে সম্রাট হোসেন শান্ত (২০) এবং একই থানার ভবানী’পুর এলাকায় মো. আলী’ম হোসেন আলে’কের ছেলে শাকিল আ’হম্মেদকে (২২) আসামি করা হয়।

ভি’কটিমের বাবা জানান, গাজী’পুর সিটি কর্পোরে’শনের কাশিমপুর থা’নাধীন তেঁতুইবাড়ী এলা’কায় তাদের সঙ্গে ভাড়া বা’সায় থেকে আচা’র বিক্রি কর’তো তারা। তা’দের গ্রামের বা’ড়ি নওগাঁ। ভিকটি’মের মা স্থানী’য় একটি ক্লিনি’কে আয়ার কা’জ করেন। মেয়ে সে’খানে একটি মাদ্রা’সায় হেফজ শাখা’র ছাত্রী। বুধবা’র সকালে মে’য়েকে বাসায় এ’কা রেখে তা’রা স্বামী-স্ত্রী কা’জের উদ্দে’শ্যে বের হ’য়ে যান। দুপু’রে বান্ধবীদে’র সঙ্গে বৃষ্টি’তে ভিজে বা’সায় ফেরা’র পথে তা’কে জো’র করে ধরে পা’শের এ’কটি টিন-শেডে’র ব্র্যাক স্কু’লের ভেতর নি’য়ে যায়। পরে পা’লাক্রমে স’ম্রাট হোসেন ও শাকি’ল আহম্মেদ ওই কি’শোরীকে জো’রপূর্বক ধ’র্ষণ করে ফেলে রে’খে পালিয়ে যায়। এসম’য় তার চিৎ’কারে প্রতি’বেশী কয়েকজন না’রী তাকে উদ্ধার ক’রে। স’ন্ধ্যায় মা ও বাবা বাড়ি’তে ফিরে ঘটনা’টি জানতে পারে। পরে বৃহ’স্পতিবার সকালে ছা’ত্রীর মা বাদী হয়ে কা’শিমপুর থানায় মাম’লা দায়ের ক’রেছে।

গা’জীপুর মহানগর পুলি’শের ডিসি ক্রাইম (উত্তর) শ’রিফুর রহমান জা’নান, ভিকটিমকে পরী’ক্ষা করাতে শহীদ তা’জউদ্দীন আহমদ মেডি’কেল কলেজ হাস’পাতালে ভ’র্তি করা হয়েছে। এছাড়া’ও দুপুরে নও’গাঁয় অভি’যান চালিয়ে অভি’যুক্ত দুই জন’কে গ্রে’ফতার করা হয়েছে।

শহীদ তা’জউদ্দীন আহমদ মেডি’কেল কলেজ হাস’পাতালের ফরেন’সিক বিভা’গের চিকিৎসক মা’জহারুল হক জা’নান, ভিকটি’মের শরীরে ধর্ষ’ণের প্রাথমিক সিম’টম পাওয়া গেছে। তার নমু’না সংগ্রহ ক’রা হয়ে’ছে।

Exit mobile version