আজকের ঝলক নিউজ

ভোলায় পুুকুরে ডুবে শিশুর মৃত্যু

Spread the love

ভোলা’র দৌলতখানে পুকুরে ডুবে আ’ব্দুল্লাহ নামে’র তিন বছর বয়সী এক শি’শু মা’রা গেছে। আজ বৃ’হস্পতিবার দু’পুরে দৌল’তখান উপজেলার চ’র খলিফা ইউনি’য়নের দুই নম্বর ও’য়ার্ডে আলাউদ্দিনে’র বাড়িতে এই দুর্ঘ’টনা ঘটে।

স্থানী’য়রা জানান, ওই বা’ড়ির আলাউদ্দি’নের শিশু পুত্র ঘ’রের পাশে খেল’ছিল। কখন শি’শুটি পার্শ্বব’র্তী পুকুরে প’ড়ে যায় কে’উ বল’তে পারেনি। একপ’র্যায়ে খোঁজাখুঁ’জি শুরু হয়। পরে বা’ড়ির পুকুরে শি’শুটির লাশ ভে’সে ওঠে। তাৎক্ষ’ণিক তাকে দৌ’লতখান স্বাস্থ্য কমপ্লে’ক্সে নেওয়া হ’লে চিকিৎস’করা তাকে মৃ’ত ঘোষ’ণা করেন।

Exit mobile version