আজকের ঝলক নিউজ

সিংড়ায় পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

Spread the love

নাটো’রের সিংড়ায় বিলের পানিতে ডু’বে সোহান হোসেন (১৩) নামে এক স্কুল ছা’ত্রের মৃত্যু হয়ে’ছে। সে চৌ’গ্রাম ইউনিয়নের চকপা’ড়া গ্রামের ফারুক হোসে’নের পুত্র ও চৌগ্রা’ম স্কুল ও কলেজের স’প্তম শ্রেণীর ছাত্র।

স্থা’নীয়রা জানায়, ছোট চাচা’তো ও মামাতো বোন’কে সাথে নিয়ে বাড়ির পা’শে বিলে নৌকায় চ’ড়ে ঘুরতে যায় সো’হান। এসময় বিলে’র মাঝে গিয়ে নৌকা ডুবে যায়। এক জে’লে নৌকা ডুবা দেখে তা’র পরি’বারকে খবর দেয় এবং সে’খানে গিয়ে তা’দেরকে উদ্ধা’র করে। পরে সোহানকে উপ’জেলা স্বাস্থ্য কমপ্লে’ক্সে নিয়ে গেলে কর্ত’ব্যরত চিকিৎসক তা’কে মৃত ঘো’ষণা করেন।

সিং’ড়া থানার অফি’সার ইনচার্জ (ওসি) নুর-এ-আ’লম সিদ্দি’কী ঘটনার সত্য’তা নিশ্চিত করে বলে’ন, ঘটনা’টি শুনেছি। খু’বই মর্মা’ন্তিক। নৌকা ডুবিতে এক’জনের মৃত্যু হলেও দু’জনকে জী’বিত উদ্ধার করা গে’ছে।

 

Exit mobile version