আজকের ঝলক নিউজ

প্রধানমন্ত্রীর জন্ম’দিনে ক্রিকেটারদের শুভেচ্ছা (ভিডিও)

Spread the love

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্ম’দিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ও ক্রিকেট বোর্ডের ক’র্তাব্যক্তিরা।

বিসিবি প্রেরিত এক ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, অ’ভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম, ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, অ’ভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, টেস্ট অধিনায়ক মুমিনুল হক, মোস্তাফিজুর রহমান। এছাড়া শুভকামনা জানিয়েছেন সাবেক অধিনায়ক ও বিসিবির ক্রিকেট অ’পারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান, সাবেক অধিনায়ক ও বোর্ড পরিচালক নাঈমুর রহমান দুর্জয় এমপি।

ভিডিও বার্তায় তারা বলেন, ক্রিকেট এবং ক্রিকেটারদের দুর্দিনে সবসময়ই পাশে থাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীতেও এভাবে পাশে থাকবেন বলে প্রত্যাশা করেন তারা। একইসঙ্গে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ুকা মনা করেন ক্রিকেটাররা।

Exit mobile version