আজকের ঝলক নিউজ

পতাকা বিক্রিতে আয় নেই খলিল বেপাড়ি

Spread the love

সঞ্জয় ব্যানার্জী, দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি।।
পতাকা বিক্রিতে আয় নেই খলিল বেপাড়ি(৩৪)। কিন্তু প্রতি বছরই ডিসেম্বর মাসের এই সময় নিজ বাড়ি মাধারিপুর শিবচরের চরকামার কান্দি গ্রাম থেকে পটুয়াখালীর দশমিনাসহ দেশের বিভিন্ন এলাকায় পতাকা বিক্রি করে আসছেন। গত ৮বছর ধরে এই পেশায় নিয়োজিত আছেন। তবে এবার করোনার কারণে বিক্রিতে ভাটা পড়েছে তার। মোঃ খলিল বেপাড়ির কাছে বিভিন্ন দামের পতাকা আছে। সর্বনিম্ন ২০টাকা থেকে শুরু করে ২শ” টাকার মধ্যে পতাকা বিক্রি করেন তিনি। পতাকা বিক্রি করে ১৭ডিসেম্বর বাড়ি ফিরে যান। অন্যবার দিনে দুই থেকে তিন হাজার টাকার পতাকা ও অন্যান্য সামগ্রী বিক্রি হলেও এবার তা ২শ” থেকে ৩শ”টাকায় নেমে এসেছে বিক্রি। হতাশ কণ্ঠে মোঃ খলিল বেপাড়ি বলেন, ‘এবার বাড়ি যাওয়ার সময় হয়তো খালি হাতেই যেতে হবে।’ প্রতিদিন সকালে বের হয়ে মধ্যরতাত প্রযন্ত ঘুরে ঘুরে পতাকা বিক্রি করি।

Exit mobile version