কোস্ট ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বরিশাল ও চট্রগ্রামে প্যারালিগ্যাল নিয়োগ

Spread the love

বরিশাল ও চট্রগ্রামে প্যারালিগ্যাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কোস্ট ফাউন্ডেশন

আজকের ঝলক

কাস্ট ফাউন্ডেশন www.coastbd.net একটি গুণমানভিত্তিক স্বাধীন, অরাজনৈতিক, অলাভজনক এবং বেসরকারি সংস্থা (এনজিও), জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (UN ECOSOC) হতে Special Consultative Status । কোস্ট ১৯৯৮ সাল থেকে উপকুলীয় দরিদ্রদের জন্য বেঁচে থাকার কৌশলগুলি বিকাশ ও বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। কোস্ট চট্রগ্রাম ও বরিশাল জেলায় “ Justice & Prison Reform for Promoting Human Rights & Preventing Corruption in Bangladesh”  শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে।

উক্ত প্রকল্প বাস্তবায়নে কোস্ট ফাউন্ডেশন নিম্নোক্ত পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবন বৃত্তান্ত প্রদানে আহŸান করছে। প্রান্তিক জনগোষ্ঠী, রাজনীতি ও সমাজ সচেতন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। জীবনবৃত্তান্ত পাঠানোর ই-মেইল: hr2@coastbd.net । জীবনবৃত্তান্তের ছক সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে। সংস্থার ওয়েবসাইট, www.coastbd.net  G job opportunity box এ আবেদন ফরমেটটি পাওয়া যাবে। ওয়েবসাইটে দেওয়া জীবনবৃত্তান্তের ছক ব্যতীত অন্য কোন ছকে জীবনবৃত্তান্ত গ্রহণ করা হবে না।

জীবনবৃত্তান্ত পাঠানোর শেষ সময় ৮ আগস্ট, ২০২১খ্রিঃ।

কমিউনিটি প্যারালিগ্যাল : ৫টি পদ (বরিশাল জেলার নারী প্রার্থীদের জন্য অগ্রাধিকার) ।

ক. কমপক্ষে এসএসসি পাশ হতে হবে। এইচএসসি পাশের উপরে প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। বয়স : ২২-২৮ বছর। বেতনভাতা : ২১,০০০ টাকা সর্বসাকুল্যে ( অফিসের কাজে যাতায়ত খরচসহ), উৎসব ভাতা: চাকুরির মেয়াদ ১ বছর পূর্ণ হলে মোট বেতনের ৫০% করে ২ ভাগে অথবা এককালিন দেওয়া হবে ।

খ. কর্মস্থল ঃ বরিশাল জেলার বাকেরগঞ্জ ও বাবুগঞ্জ উপজেলার : চরামদ্দি, গারুড়িয়া, মাধবপাশা এবং দেহেরগতি ইউনিয়নসমুহ। উল্লেখ্য যে, উক্ত ইউনিয়নসমূহের স্থায়ী বাসিন্দাদের জন্য অগ্রাধিকার।

 কমিউনিটি প্যারালিগ্যাল : ২টি পদ (চট্রগ্রাম জেলার নারী প্রার্থীদের জন্য অগ্রাধিকার) ।

ক. কমপক্ষে এসএসসি পাশ হতে হবে। এইচএসসি পাশের উপরে প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। বয়স : ২২-২৮ বছর। বেতনভাতা : ২১,০০০ টাকা সর্বসাকুল্যে (অফিসের কাজে যাতায়ত খরচসহ), উৎসব ভাতা: চাকুরির মেয়াদ ১ বছর পূর্ণ হলে মোট বেতনের ৫০% করে ২ ভাগে অথবা এককালিন দেওয়া হবে ।

খ. কর্মস্থল ঃ চট্রগ্রাম জেলার বাঁশখালী উপজেলার পুকুরিয়া,খানখানাবাদ ইউনিয়নসমুহ। উল্লেখ্য যে, উক্ত ইউনিয়নসমূহের স্থায়ী বাসিন্দাদের জন্য অগ্রাধিকার।

গ. অভিজ্ঞতা : প্রার্থীর ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে ।

সাক্ষাৎকারের সময় ৩ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি, সকল পরীক্ষা পাশের সনদপত্রের মূলকপি, মূল নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের রঙ্গিন অনুলিপি ও মূলকপি, নিজ উপজেলা পরিষদের ১ম শ্রেণীর সরকারি কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদপত্র, সর্বশেষ পরীক্ষার প্রবেশপত্র অথবা রেজিস্ট্রেশনের অনুলিপি। সকল সনদপত্রের ১ কপি করে অনুলিপি সঙ্গে আনতে হবে। ছাত্র, ধুমপায়ী, বাল্য বিবাহ এবং নারি ও শিশু নির্যাতনের সাথে প্রার্থী বা প্রার্থীর পরিবারের কেউ জরিত থাকলে পরীক্ষার জন্য জীবন বৃত্তান্ত জমা দেওয়ার প্রয়োজন নাই । যে কোন তদবির প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য করা হবে, এমনকি প্রার্থিতাও বাতিল হতে পারে। শৃংখলা বিধানের স্বার্থে কোস্ট ফাউন্ডেশন নিয়োগপ্রাপ্তদের আইনগত অভিভাবক থেকে নির্দিষ্ট ফরমে অঙ্গিকারনামা গ্রহণ করবে।

আরো পড়ুন কোস্ট ও নাগরিক উদ্যোগে নিয়োগ

উপকূলীয় দরিদ্র মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে কোস্ট ট্রাস্ট

 

ভিডিও দেখুন https://ms-my.facebook.com/AjkerJholokNews/videos/d41d8cd9/2654314168151535/



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »