আজকের ঝলক নিউজ

ফের কথা পা’ল্টালেন ট্রাম্প, নিজেকে জয়ী ঘোষণা

Spread the love
FacebookTwitterLinkedinPinterestWhatsappFacebook MessengerEmail

গত রবিবার এক’টু বাঁকা করে হলেও ডো’নাল্ড ট্রাম্প স্বীকার করেছি’লেন যে বাইডেনই নির্বাচনে জয়ী হয়েছেন। তবে ২৪ ঘণ্টা না পেরোতেই নিজের সে কথা উ’ল্টিয়ে সোমবার আবারও নিজের জ’য় ঘোষণা করলেন তিনি।

নিজের আগে’র অবস্থানে ফিরে ট্রাম্প টুইটারে লিখলেন, ‘আ’মি এই নির্বাচনে জিতেছি।’ য’দিও এর আগে রবিবার এক টুইটে ট্রাম্প বলেন, তি’নি (বাইডেন) জিতেছেন কারচুপির নির্বাচনে। আ’মি কিছুই মেনে নিইনি! আমা’দের আরও বহুদূর যেতে হবে। এটা ছিল জালিয়াতিপূ’র্ণ নির্বাচন।

উল্লেখ্য, ভোটে’র দিন থেকেই একাধিকবার তি’নি নিজেকে বিজয়ী ঘো’ষণা করেন। তবে নি’র্বাচনের স্বচ্ছতা নিয়ে মার্কিন গণমাধ্যমে কো’নো প্রশ্ন ওঠেনি। কোনো পক্ষের কিং’বা নিরপেক্ষ নির্বা’চন পর্যবেক্ষকরাও কো’নো প্রশ্ন তোলেননি।

কিন্তু ট্রাম্প শু’রু থেকেই বলে আসছেন, নির্বাচনে কা’রচুপি-জারিয়াতি হয়েছে। নি’জের এই দাবির পক্ষে তিনি কোনো প্র’শান উত্থাপন কর’তে পারেননি। নির্বাচন নিয়ে আদালতে’ও গিয়েছিলেন ট্রাম্প। তবে তা’র অভিযোগ খারিজ হয়ে গেছে।

FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsappEmail
Exit mobile version