আজকের ঝলক নিউজ

করোনারোধে মর্ডানার ভ্যাকসিন ৯৫ শতাংশ কার্যকর

Spread the love

এবার কো’ভিড-১৯-এর ভ্যাকসিন ৯৪ দ’শমিক ৫ শতাংশ কার্যকর বলে দা’বি করেছে মার্কিন ওষুধ প্র’স্তুতকারী প্রতিষ্ঠান ম’র্ডানা। ফাইজার এণ্ড বা’য়োএনটেকের পরেই প্রতিষ্ঠানটি সো’মবার (১৬ নভেম্বর) এ ত’থ্য জানায় আ’ন্তর্জাতিক গণমাধ্যম।

মর্ডানা যু’ক্তরাষ্ট্রের দ্বিতীয় ভ্যা’কসিন যা করোনা প্রতিরোধে ব্যা’পক কার্যকরী বলে দা’বি করছে। এ ভ্যা’কসিনটি নিয়ে আরও গ’বেষণায় নতুন কোনো তথ্য পে’লে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশা’সনের কাছে জ’রুরিভিত্তিতে অনুমোদন চাই’বে বলে প্রাথমিকভাবে জা’না গেছে।

এর আ’গে ক্যানডিটেড ভ্যাকসিন যা ৯০ শ’তাংশের বেশি মানুষকে ক’রোনা ভাইরাসের সং’ক্রমণ থেকে রক্ষা ক’রতে পেরেছে বলে প্রাথ’মিক এক গবেষণায় জানায় বায়োএ’নটেক অ্যান্ড ফাইজার।

উৎ’পাদনকারী প্রতিষ্ঠান ফা’ইজার অ্যান্ড বায়োএনটেক এ’কে বিজ্ঞান এবং মানবতার জ’ন্য মহৎদিন বলে অ’ভিহিত করেছে।

ফা’ইজার অ্যান্ড বায়োএনটেকের ক্যানডিটেড ভ্যা’কসিনটি ৪৩ হাজার ৫০০ মা’নুষের শরীরে পরীক্ষা ক’রা হয়েছে। পার্শ্বপ্রতিক্রিয়া পাও’য়া যায়নি। এ মাসের শে’ষের দিকে জরুরি অনুমোদনের জ’ন্য আবেদন জানাবে সং’শ্লিষ্টরা।

কা’র্যকরি একটি ভ্যাকসিনকে ভালো চিকিৎসার পা’শাপাশি সংক্রমণ থেকে র’ক্ষায় আরোপ করা বি’ধিনিষেধ থেকে মুক্তি পা’ওয়ার অ’ন্যতম উপায় হিসেবে দেখা হ’চ্ছে।

এর’পরই রাশিয়ার ভ্যাকসিন স্পু’টনিক-৫ ৯২ শতাংশ কা’র্যকর বলে দাবি করে ম’স্কো।

Exit mobile version