আজকের ঝলক নিউজ

নির্বাচনের ‘আংশিক ভোট’ পুনঃগণনার ঘোষণা

Spread the love

মার্কিন প্রে’সিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সা’বেক ভাইস প্রেসিডেন্ট জো বা’ইডেনের মধ্যে নির্বাচনী লড়াই এখ’ন তুঙ্গে। চরম উত্তেজনার মধ্যে দিয়ে পার হচ্ছে প্রতি’টি মুহূর্ত।

এদিকে, মার্কিন প্রে’সিডেন্ট নির্বাচনে ফল ঝুলে থাকা ছয় অঙ্গ’রাজ্যের অন্যতম জর্জিয়ায় আর মাত্র ৪ হা’জার ১৬৯ ভোট গণনা বাকি থাকা অবস্থায় অঙ্গ’রাজ্যের সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রা’ফেন্সবার্গার রাজ্যে প্রেসিডেন্ট নির্বাচনে ন’ন করে ভোট গণনার ঘোষণা দিয়েছেন। মার্কি’ন গণমাধ্যমের কাছে তিনি জানান, ৪ হা’জার ১৬৯টি ভোট গণনা এখ’নও বাকি রয়েছে।

তিনি আরও জানান, পাশা’পাশি সামরিক বাহিনীর সদ’স্যদের পাঠানো প্রায় ৮ হাজার ভো’ট এখন ডাকে রয়েছে। স্থানীয় সময় শুক্রবার (০৬ নভে’ম্বর) দিনের মধ্যে এসে পৌঁ’ছাতে পারলে সেগুলোও গণনা ক’রা হবে।

রাফেন্সবার্গার ব’লেন, এই মুহূর্তে জর্জিয়ায় ফল ঘো’ষণা করা কঠিন। ভোটের ব্যব’ধান এতই কম যে নতুন করে গ’ণনা করতে হবে। আমাদের নির্বাচন নিয়ে আগ্রহ জ’র্জিয়ার সীমান্তের বাইরেও আছে। পু’রো দেশের ওপর জর্জিয়ার নির্বাচনের চূ’ড়ান্ত হি’সাবের একটা প্রভাব পড়বে, সেটা স্বা’ভাবিক।

এরপ’রই কোনো প্রশ্নের জবাব না দিয়ে রাফেন্সবার্গার চ’লে যান। তার সহকারী গেব্রিয়েল স্টার্লিং ব’লেন, ভোট পুনঃগণনার কারণ হচ্ছে দুই প্রার্থীর মধ্যে ব্য’বধান খুবই কম। জর্জিয়ায় ভোটের ফ’লাফল পুনঃগণনার কারণ, দুই প্রার্থীর মধ্যে মোট প্রা’প্ত ভোটের ব্যবধান ০.৫ শ’তাংশ।

মার্কিন প্রে’সিডেন্ট হওয়ার জন্য একজন প্রার্থীকে ৫৩৮ ই’লেকটোরাল ভোটের মধ্যে ২৭০টি পে’তে হবে। বাইডেন ইতিমধ্যে তা’র প্রতিদ্বন্দ্বীর ট্রা’ম্পের চেয়ে ২৬৪টি পেয়ে এগিয়ে আছেন।

Exit mobile version