আজকের ঝলক নিউজ

জিম্বাবুয়ের দুই ক্রিকেটার করোনা আক্রান্ত

Spread the love

জিম্বাবুয়ের দু’ই ক্রিকেটার ও সাপোর্ট স্টাফের দু’ই সদস্য করোনাভাইরাসে আ’ক্রান্ত হয়েছেন। প্রো’টোকল মেনে তারা জিম্বাবুয়েতেই আ’ইসোলেশনে আছেন।

তিনটি ক’রে ওয়ানডে ও টি-২০ সিরিজ খে’লতে এখন পাকিস্তানে অবস্থান করছে জি’ম্বাবুয়ে ক্রিকেট দল। এর আগে তারা হা’রারেতে জিম্বাবুয়ে ক্রিকেট বো’র্ডের একাডেমিতে বায়ো বাবলে অবস্থান করছিলো। সেখানে দলের প্রা’থমিক স্কোয়াডের ২৫ সদস্যের স’বাই ছিলেন। তবে কোভিড-১৯ শনাক্ত হওয়া দুই ক্রিকেটার রে’গিস চাকাভা ও মারুমা পাকিস্তান সফরে যা’ওয়া ২০ সদস্যের স্কোয়াডের বাইরেই ছিলেন। পাকিস্তানে যাওয়া ২০ ক্রি’কেটার এরই মধ্যে দেশ ছাড়ার আগে এবং পা’কিস্তানে পৌছে করোনার টেস্ট করেছে। সবারই ফলাফল নে’গেটিভ এসেছে। আগামী ৩০ অক্টোবর তিন ম্যাচ সি’রিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে।

Exit mobile version