আজকের ঝলক নিউজ

সাকিবের খেলা নিয়ে বিভক্ত ক্রিকেটপ্রেমী

Spread the love
FacebookTwitterLinkedinPinterestWhatsappFacebook MessengerEmail

সাকিবের এক ভক্তের ফেসবুক ওয়াল থেকে নেওয়া

তোমার চেয়ে আমি উত্তম নই, তাই তোমাকে ভালো জানি। সৃষ্টিকর্তা তোমাকে সম্মানিত করার যোগ্য মনে করেছেন বিধায় তুমি সম্মানিত, যতটুকো অসম্মান তোমার কোনো ভুলের প্রায়চিত্ত। তুমি বিশ্বের দরবারে দেশের পতাকা উঁচিয়ে ধরেছে তুমি সম্মানিত, তুমি ক্রিকেট পৃথিবীর সম্পদ। পৃথিবীর কোনো মানুষ ত্রুটিমুক্ত নয়। তোমার সমালোচনা ও মূল্যায়ন করার যোগ্যতা আমার নেই, তাই তোমার খেলাটুকোই মনে রাখতে চাই।আমেরিকায় সাকিবের সব আছে , কয়েকটা বাড়ী , গাড়ী , পরিবার সব ওগুলো দেশের টাকা পাচার করে করেনি বা চুরিও করেনি। দেশের চেয়ে আমেরিকা সবদিক থেকে ভাল থাকবে | তবুও কেন নিজের ভুল স্বীকার করে দেশে আসতে চেয়েছিলা ? কোন মানুষটি ভুলের উপরে। ওনার ভুল ছিল না , এমন নয় | উনার ভুলের চেয়ে বড় ভুল আমরা করছি না তো ? জীবনে সকল সিদ্ধান্ত ঠিক থাকেনা, আবার অনেক সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হয় অথবা টিকে থাকতেও নিতে হয়, সাকিবকে বাহিরের মানুষ অনেক মন্তব্য করে কিন্তু তার সাথে মিশতে পেরেছে তারা কিন্তু তাকে মহামানব মনে করেন। ভারতে শচিন, কোহেলির মতই কিন্তু আমাদের স্টার সাকিব সুতরাং কজনার মেশার সৌভাগ্য হয়েছে তার সাথে। শুনেছি সে যেসকল ভালো কাজ করেছে সেটি দেখানোর জন্য করেনি। তার সমালোচনা একজন চাঁদাবাজ, লুটেরা, ধান্দাবাজরাও করছে। আমরা ওর সমালোচনা করার আগে নিজেকে আয়নায় একবার দেখি তার স্থানে থাকলে আমি কেমন হতাম। সাবিক এমপি হওয়ার পরে বা আগে চাটুকারী কোনো বক্তব্য দিয়েছে ? সে নির্বাচিত হওয়ার পরে তাকে একটি স্বাক্ষাৎকার দিতে হলেছিলো কিন্তু কোনো প্রকার চাটুকারী স্বাক্ষাৎকার দেয়নি। ছোট্র একটু ক্ষমতা পেয়েই তো উড়িয়ে দিচ্ছি সব, তাহলে সেতো বিশ্বের সেরা একজন অলরাউন্ডার তার ভুলগুলো কি একদম ক্ষমার অযোগ্য ?। সাকিব একটি আন্তর্জাতিক ফ্যাক্টর এটি মনে রাখা উচিত। সকল বিষয় আমাদের আরো বিচক্ষণ হওয়া উচিত। ক্ষমা একটি মহৎ গুন , শুনতে ভাললাগে , বলতেও ভাললাগে | কোন ছাড় দিতে রাজী নই আমরা, কিন্তু নিজেদের বেলায় আমরা বড্ড বে-হিসেবী।

এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলতে আজ রাতে দেশে ফেরার কথা ছিল সাকিব আল হাসানের। তবে হঠাৎ করেই ঘটনার মোড় নিয়েছে। নিরাপত্তা ইস্যুতে তাঁর দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এরমধ্যে সাকিবের দেশে ফেরা ইস্যুতে জরুরি জুম মিটিংয়ে বসেছেন বিসিবি কর্তারা।

এই মুহূর্তে আইসিসির সভায় যোগ দিতে দুবাইয়ে আছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন। এই দুজনের সঙ্গে বিসিবির আরও কয়েকজন পরিচালক ঢাকা থেকে জুম মিটিংয়ে যুক্ত হয়েছেন।

আলোচনার বিষয়বস্তু সাকিবের দেশে ফেরা না ফেরা। দুবাই থেকে বাংলাদেশ সময় বিকেল ৫টার ফ্লাইটে সাকিবের বাংলাদেশে ফেরার কথা ছিল।

কিন্তু সরকারের উচ্চ পর্যায় থেকে আপাতত সাকিবকে এই ফ্লাইটে আসতে নিষেধ করা হয়েছে। এসব বিষয় নিয়েই জুম মিটিংয়ে যুক্ত হয়েছেন বিসিবির কর্তারা।

জুম মিটিংয়ে সাকিবের দেশে ফেরার ব্যাপারে কোনো সিদ্ধান্তে পোঁছাতে পারেননি বিসিবির কর্তারা। বোর্ডের একাধিক পরিচালক জানিয়েছেন, বিষয়টি আসলে একদমই তাঁদের হাতে নেই।

https://www.facebook.com/profile.php?id=100041474611673

সাকিবকে নিয়ে সিনেমা বানাচ্ছে ভারত !

নাচলেন সাকিব, গাইলেন মাশরাফি

সাকিব ও বিসিবি সিইও মুখোমুখি

FacebookTwitterRedditLinkedin
Exit mobile version