আজকের ঝলক নিউজ

ভার্চ্যুয়াল আদালতের বৈধতা নিয়ে রিটের পূর্ণাঙ্গ আদেশ প্রকাশ

Spread the love

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৩২ পৃ’ষ্ঠার এ আদেশ শনিবার ( ১২ ডিসেম্বর) প্রকাশ করা হয়। গত ২৫ নভেম্বর বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ রিটটি সরাসরি খারিজ করে আদেশ দেন।
ঢাকা: আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন- ২০২০ এর অনুযায়ী চলা ভার্চ্যুয়াল কোর্টের বৈধতা নিয়ে রিট খারিজ করে দেওয়া আদেশের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ। রিটের পক্ষে আবেদনকারী এ কে এম আসিফুল হক নিজেই শুনানি করেন।

রায়ে বলা হয়, এ আইন করার কারণে বিচারপ্রার্থী, তার আ’ইনজীবী এমনকি যেকোনো আগ্রহী ব্যক্তি ইচ্ছাপোষণ করলে বিশ্বের যেকোনো স্থান থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মামলার কারর‌্যক্রম দেখার সুযোগ রয়েছে। করোনা মহামারিকালে গত ৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে মন্ত্রিসভার বৈঠকে ‘আদালতে তথ্য-প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ ২০২০’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। ২ দিন পর ৯ মে ভার্চ্যুয়াল কোর্ট সম্পর্কিত অধ্যাদেশ জারি করা হয়।

অধ্যাদেশে বলা হয়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বা ক্ষেতমত হাইকোর্ট বিভাগ, সময়, প্র্যাকটিস নির্দেশনা (বিশেষ বা সাধারণ) জারি করতে পারবে।

একদিন পর ১০ মে ভিডিও কনফারেন্সে সব বিচারপতিদের সঙ্গে বৈ’ঠকের পর (ফুলকোর্ট) ভার্চ্যুয়াল কোর্ট চালুর সিদ্ধান্ত হয়। পরে ৮ জুলাই বিলটি সংসদে পাস হয় এবং ৯ জুলাই গেজেট প্রকাশিত হয়। এর বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী এ কে এম আসিফুল হক।

Exit mobile version