আজকের ঝলক নিউজ

আবারো ইনজুরিতে মাশরাফী

Spread the love

সময়টা ভালো যাচ্ছে না বাং’লাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধি’নায়ক মাশরাফী বিন মো’র্ত্তজার। মাঠে ফেরার সময় য’খন প্রায় হয়ে এসেছিলো, ত’খনই অপয়া ইনজুরি ঈর্ষা করে ব’সলো!

আবারো হ্যা’মস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছেন ম্যাশ। সি’টি ক্লাব মাঠে অনুশীলন করতে গি’য়েই পুরনো ইনজুরির শিকার হন সাবেক অধি’নায়ক। চিকিৎসক জানিয়েছেন, শি’গগিরই স্ক্যান করা হবে তার। তার’পর বোঝা যাবে ইনজুরি কোন পর্যায়ে আছে তার?’

বিসি’বির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জা’নিয়েছেন, ‘মাশরাফির হ্যামস্ট্রিংয়ে চো”ট আছে, সে আমাকে ফোন করেছিল। আমি মাশ’রাফীকে দেখে বলেছি, তিন-চা’রদিন পর স্ক্যান করানো হবে। স্ক্যা’ন শেষেই বোঝা যাবে ইনজুরি কতটুকু গু’রুতর। টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেল’বে কি না, এই ব্যাপারে কিছু ব’লে নি এখনো।’

ইনজুরি’র কারণে অনিশ্চয়তার মধ্যে পড়’লো মাশরাফীর মাঠে ফেরার দি’নক্ষণ। নভেম্বরে টি-টো’য়েন্টি কর্পোরেট লি’গে খেলার ইচ্ছার কথা বলে’ছিলেন বাংলাদেশের ক্রি’কেট ইতিহাসের সবচেয়ে সফল অ’ধিনায়ক। কিন্তু ইন’জুরি সব এলোমেলো করে দিলো।

কয়ে’কদিন ধরেই ঝড় বয়ে যাচ্ছে মাশরা’ফীর ওপর দিয়ে। তার প্রি’য় দুই সন্তান হুমায়রা ও সা’হেল মোর্ত্তজা করোনায় আ’ক্রান্ত। এবার নিজেও পড়েছেন ক্রিকেট ক্যা’রিয়ারের শুরু থেকে পিছু নেয়া ইন’জুরির ছোবলে।

Exit mobile version