আজকের ঝলক নিউজ

করোনার কারণে থাকবেনা কোন বড় আয়োজন বিজয় দিবসে

Spread the love

মহান বিজয় দিবস উদ্যাপনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এক প্রস্তুতিসভা আজ রোববার দুপুরে নগরীর টাইগারপাসস্থ কর্পোরেশনের অস্থায়ী অফিসে প্রশাসকের দপ্তরে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, সচিব আবু সাহেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমেদ,প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়–য়া, প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলম, প্রশাসকের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, প্রধান নগর পরিকল্পনাবিদ এ কে এম রেজাউল করিম, অতিরিক্ত প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী।

সভাপতির বক্তব্যে প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেন, করোনা মহামারির কারণে বিজয় দিবসের অনুষ্ঠানসূচি সংক্ষিপ্ত করা হয়েছে। এবার থাকবেনা কোন আউটডোর প্রোগ্রাম। অনুষ্ঠানসূচি হলো ১৪ ডিসেম্বর সকাল ৮ টায় শহীদ বুদ্ধিজীবী দিবসে পাহাড়তলী বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ, ১৬ ডিসেম্বর বিজয় দিবসে সুর্যোদয়ের সাথে সাথে চসিকের প্রধান ও আ লিক ভবনে জাতীয় এবং কর্পোরেশনের পতাকা উত্তোলন, টাইগারপাস নগর ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৯ টায় থিয়েটার ইনস্টিটিউটে জুমের মাধ্যমে আলোচনা সভা ও সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর কবর জেয়ারত ইত্যাদি।

Exit mobile version