আজকের ঝলক নিউজ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ হাটহাজারী মাদ্রাসা

Spread the love
FacebookTwitterLinkedinPinterestWhatsappFacebook MessengerEmail

আজকের ঝলক :

নিজস্ব সংবাদদাতা চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে; বাংলাদেশে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ঘোষণা  ।

# গত ২৪শে অগাস্ট কওমি মাদ্রাসাগুলো খুলে দেয়া হয়েছিল মূলত কয়েকটি শর্তে- এর মধ্যে দুটি হল, কি;তাব বিভাগের কার্যক্রম শুরু করা এবং পরীক্ষা গ্রহণ করা। কিন্তু চট্টগ্রামের আল জামি;য়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম আরোপিত শর্তগুলো যথায;থভাবে পালন করেনি বলে মাদ্রাসাটি পুনরায় আদেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। মাদ্রাসাটি ‘হাটহাজারী মাদ্রাসা’ নামে পরিচিত । শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সহকারী সচিব সৈয়দ আসগর আলী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয় ।

বুধবার থেকে হাটহাজারী মাদ্রাসার পরিচালক আহমদ শফীর ছেলে আনাস মাদানীকে বহিষ্কারসহ ছয়টি দাবিতে গতকাল থেকে মাদ্রাসাটির ছাত্ররা বিক্ষোভ করে আসছে। তাদের আন্দোলনের মুখে হাটহাজারী মাদ্রাসা থেকে প্রতিষ্ঠানটির সহকারী শিক্ষা সচিব মাওলানা আনাস মাদানীকে পরে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নেয় শুরা কমিটি।

সেই আন্দোলনের কোন কথা ওই প্রজ্ঞাপনে নেই।

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয় সে জন্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য মাদ্রাসার মূল ফটকের সামনে অবস্থান নিয়েছেন।

FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsappEmail
Exit mobile version