আজকের ঝলক নিউজ

বরিশালে ফ্রি সাঁতার শেখায় সিআরএমএফ

Spread the love
শিশুকে সাঁতার শেখানোর জন্য আবেদন করতে পারেন।
এই লিংকে ক্লিক করে :
https://docs.google.com/forms/d/1VB5CrHLxy1FNoj9JzFfg4kLKZiAdI1HV8Ug-a2IobnM/edit
শিশু-কিশোরদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ পানিতে ডুবে মৃত্যু যা বর্তমানে একটি অবহেলিত জাতীয় সংকট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ২০১৯ সালের রিপোর্ট অনুযায়ী বছরে ২ লাখ ৩৬ হাজার মানুষ পানিতে ডুবে মারা যায় যার ৯০ শতাংশ ঘটছে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোয়। বৈশ্বিক তথ্য অনুযায়ী এক-চার বছরের শিশুরা পানিতে ডুবে সবচেয়ে বেশি মারা যায় এবং দ্বিতীয় ঝুঁকিপূর্ণ বয়স হলো পাঁচ-নয় বছর। ডব্লিউএইচওর ২০১৭ সালের প্রতিবেদনে দেখা যায়, ছেলে বাচ্চারা মেয়ে বাচ্চার তুলনায় দ্বিগুণ পানিতে ডুবে মারা যায়। পানিতে মৃত্যু পরিহারযোগ্য তবে পানিতে ডুবে মৃত্যু পরিহারে প্রতিরোধমূলক কর্মসূচি বাংলাদেশসহ উন্নয়নশীল দেশে অপেক্ষাকৃত কম। বিস্তারিত :  CRM-BD FUNDATION | বরিশালে শিশুদের জন্য সাঁতার প্রশিক্ষণ
Exit mobile version