আজকের ঝলক নিউজ

পাওনা টাকার দাবিতে ফরিদপুরে আখ চাষিদের মানববন্ধন

Spread the love

ফরি’দপুরের আখ চাষি’রা পাওনা টা’কার দাবিতে মানববন্ধন ক’রেছে। আজ রবিবা’র সকাল ১১টার দি’কে ফরিদপুর সু’গার মিল সংলগ্ন মধু’খালীর ঢাকা-খু’লনা মহাসড়কে এই মা’নববন্ধন ক’সূচি পালন করেন তা’রা।

আজ’কের মানবব’ন্ধনে শতাধিক আ’খ চাষি অংশ নে’ন। তারা জা’নান, বকেয়া টা’কা ও আখ রোপ’ণের মৌসুমে মি’ল থেকে সা’র সরব’রাহ না করায় বি’পাকে পড়ে’ছেন। এতে ভবি’ষ্যতে তারা আ’খ চাষে আগ্রহ হা’রিয়ে ফেলছেন।

জানা যায়, তালি’কাভুক্ত আ’খ চাষিরা ফরি’দপুর সুপার মিল কর্তৃ’পক্ষের কাছে আ’গের মৌসুমের ব’কেয়া টাকা পান। স’ময় মতো টাকা’ না পেয়ে আ’খ চাষিরা মান’বেতর জীবন কাটাচ্ছে’ন। তাই দ্রুত ব’কেয়া টাকা পরি’শোধের জন্য আ’খ চাষিরা দাবি করে’ছেন।

ফরি’দপুর চিনিকল আখ’চাষী কল্যাণ সংস্থা’র উ’দ্যোগে ঢা’কা-খুলনা মহা’সড়কের মধু’খালীতে ঘণ্টা’ব্যাপী এ মান’ববন্ধনে উপস্থিত ছিলে’ন মধুখালী’ উপজে’লা আওয়া’মী লীগের সাধার’ণ সম্পাদক রেজা’উল হক বকু, আখ’চাষী ক’ল্যাণ সংস্থার সভা’পতি মো. শফিকুল ইসলাম খান, সাধা’রণ সম্পাদক মো. সিরাজুল ইসলামসহ শতাধিক আ’খ চা’ষি।

Exit mobile version