আজকের ঝলক নিউজ

যৌতুক কী? যৌতুকের শাস্তি ! যৌতুকের কুফল

Ajkerjholok

Spread the love

যৌতুক কী?
বিবাহের এক পক্ষের অভিভাবক কর্তৃক অপর পক্ষকে বিবাহকালে বা বিবাহের পূর্বে বা পরে পণ হিসেবে কোনও মূল্যবান সম্পত্তি বা পণ্য বা জামানত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রদান করা বা প্রদানে সম্মত বা বাধ্য করা।

যৌতুকের শাস্তি
কোনো ব্যক্তি যৌতুক প্রদান, গ্রহণ বা দাবি করলে সর্বোচ্চ ৫ বছর এবং সর্বনিম্ন ১ বছর মেয়াদের কারাদন্ড বা জরিমানা বা উভয় দন্ডে দন্ডনীয় হবে। যৌতুকের জন্য নির্যাতনের মাধ্যমে হত্যা করলে অপরাধী মৃত্যুদন্ড এবং হত্যার চেষ্টার জন্য যাবজ্জীবন কারাদন্ডে দন্ডনীয় হবে। এবং উভয় ক্ষেত্রে উক্ত দন্ড অতিরিক্ত অর্থদন্ড দন্ডনীয় হবে।

যৌতুকের কুফল : যৌতুকের কারনে সংসারে অশান্তি সৃষ্টি হয় , কন্যার পরিবার যৌতুকের দায় মেটাতে গিয়ে নিস্ব হয়ে যায়, লোভে চরিত্র নষ্ট হয়, শিশুরা বাবা মায়ের আদর থেকে বঞ্চিত হয়। সামাজিক মর্যাদা বিনষ্ট হয়, অনেক সময় এ কারণে সংসার ভেঙ্গে যায়।

Writer : Md. Jahirul Islam, LL’B