পঞ্চগড়ে দিন দিন কমতে শুরু করেছে তাপমাত্রা,
মো.সফিকুল আলম দোলন,প্রতিনিধি,পঞ্চগড় : হিমালয়ের পাদদেশে থাকা দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন কমতে শুরু করেছে তাপমাত্রা, সঙ্গে গভীর রাতে বাড়ছে শীত।আবহাওয়া অফিস জানিয়েছে, একদিনের তুলনায় ১ পয়েন্ট কমে বুধবার (১১ নভেম্বর) সকালে ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।স্থানীয়রা বলেন, উত্তরের হিমালয় থেকে বয়ে আসা পাহাড়ি হিমেল হাওয়ায় শীত বেড়েই চলেছে। তাপমাত্রা কমে আসলেও দিন দিন আকাশ পরিস্কার হওয়ায় খালি চোখে দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার। তবে গত কয়েকদিনে কুয়াশার পরিমাণটা অনেকটা কমে গেছে।সকালে তেঁতুলিয়া আবহাওয়া কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানান, হুট করে তাপমাত্রা কমে যাওয়ায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৯টায় ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।