আজকের ঝলক নিউজ

দেশে পৌঁছলেন সাকিব

Spread the love

নিষেধাজ্ঞার অ’মানিশা কেটে গেছে। এবার যুক্তরাষ্ট্র থেকে দে’শের মাটিতে পা রাখলেন টাইগার ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন সা’কিব আল হাসান। বৃ’হস্পতিবার (৫ নভেম্বর) দিন’গত রাত দুইটার দিকে তা’কে বহনকারী কাতার এয়ার ওয়েজের বি’মানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বি’মানবন্দরে পৌঁছায়।

বিমান বন্দরে সাকিবকে স্বা’গত জানাতে এই মধ্যরাতেও বে’শ কিছু সমর্থক জড়ো হন। এছা’ড়া সংবাদমাধ্যমকর্মী’রাও সেখানে আগে থে’কেই উপস্থিত ছিলে’ন।

বিমা’নবন্দরে পৌঁছানোর পর তিনি গণমাধ্যমে ক’থাও বলেন।

ঢাকায় ফে’রার পর করোনা টেস্ট করার কথা রয়েছে সা’কিবের। টেস্টর রিপো’র্ট ইতিবাচক আসলে কয়েক দি’নের কোয়ারেন্টিন শেষে এরপর অনুশীলনে নাম’বেন তিনি। এরপর বিসিবি আয়ো’জিত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লিগে অংশ নেবেন সা’কিব।

এর আগে নিষে’ধাজ্ঞায় থাকাকালীন শ্রীলঙ্কা সিরি’জের জন্য নিজেকে প্রস্তুত কর’তে বিকেএসপিতে ব্যক্তি’গত অনুশীলনের জন্য দেশে এসেছিলেন নম্ব’র সেভেন্টি ফাইভ। পরে সিরিজ স্থগি’ত হওয়ায় আবারো যুক্তরাষ্ট্রে পরিবারের কা’ছে চলে যান সাকিব।

Exit mobile version