আশাশুনিতে পুষ্টি বিষয়ক দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

জানুয়ারি ১৩ ২০২১, ১১:৫৯

Spread the love
আশাশুনিতে পুষ্টি বিষয়ক দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত 
প্রেস বিজ্ঞপ্তি :  ০৯/০১/২০২০(শনিবার) সকাল ১১টায় আশাশুনি উপজেলার ১নং বদরতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মৌমাছি এডোলেসেন্ট টিম ২০৩০ এর সদস্যদের পুষ্টি বিষয়ক দক্ষতাবৃদ্ধিতে প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মৌমাছি’র প্রতিষ্ঠাানের সভাপতি মানিক চন্দ্র বাছাড়ের সভাপতিত্বে অনলাইন এর মাধ্যমে প্রশিক্ষণটি পরিচালনা করেন-রিসোর্স পার্সন মোহাম্মদ হাফিজুল ইসলাম,সিনিয়র টেকনিক্যাল কোর্ডিনেটর এডভোকেসি এন্ড ক্যাপাসিটি বিল্ডিং কালেক্টিভ ইমপ্যাক্ট ফর নিউট্রিশন,হেলথি ইউনিট,কেয়ার বাংলাদেশ,ঢাকা,স্থানীয় বেসরকারী সংস্থা মৌমাছি’র বাস্তবায়নে উক্ত প্রশিক্ষণ কার্যক্রমে পুষ্টি সম্পর্কে সম্মিলিত একটি আন্দোলন এগিয়ে নেয়ার জন্য বিভিন্ন বিষয়ে মৌমাছি এডোলেসেন্ট টিম ২০৩০ এর সদস্য এবং (মাধ্যমিক ও কলেজ পড়ুয়া শিক্ষার্থী) সাথে আলোচনা করা হয়। বর্তমান সরকার পুষ্টি উন্নয়নে অঙ্গীকারবদ্ধ।
এজন্য সরকার জাতীয় পুষ্টি নীতি ২০১৫ ও দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনা ২০১৬-২০২৫ প্রণয়ন করেছে। পাশাপাশি টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে ২০২৫ সালের জন্য একটি অভীষ্ঠ লক্ষ্য নির্ধারণ করেছে। বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের পুনর্গঠন একটি উল্লেখযোগ্য মাইলফলক। সুস্থ ও মেধাবী প্রজন্ম উদ্ভাবনী কাজ ও অধিকতর কর্মশক্তি সম্পন্ন হয়। পুষ্টির সাথে অর্থনীতির যোগসূত্র এখানেই। বিশেষজ্ঞরা বলেন “আপনি যদি পুষ্টির জন্য ১ ডলার বিনিয়োগ করেন তবে ১৬ ডলার ফেরত পাবেন”।মৌমাছি এডোলেসেন্ট টিমের মধ্যে কথা বলেন সুমন মল্লিক,অপু মল্লিক,রাখি মন্ডল,অষ্টমী মাহাতো,মরিয়ম খাতুন,শিউলি মন্ডল,জগদীশ দাশ,কাকুলি মন্ডল,সোমনাথ দাশ, প্রণব মন্ডল, অনামিকা সরকার, শিব শংকর দাশ,সৌরভ দাস,অমিত মল্লিক,বিপ্র মন্ডল এবং মৌমাছি প্রতিষ্ঠানে কোষাধ্যক্ষ মো: মুকুল ইসলাম,মো: কামাল আহমেদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মৌমাছি’র নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক। 
সংবাদ বিজ্ঞপ্তি :



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »