কুয়াকাটা পৌর নির্বাচনে তৃনমূলের ভোট গ্রহন অনুষ্ঠিত

Spread the love
পটুয়াখালী প্রতিনিধিঃ
আসন্ন কুয়াকাটা পৌর নির্বাচনকে সামনে রেখে তৃনমূলের ভোট গ্রহনের মাধ্যমে আওয়ামীলীগের প্রার্থী বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবা কুয়াকাটার হোটেল বিচ হ্যাভেন এ জেলা নেতৃবৃন্দ ও উপজেলা নেতৃবৃন্দদের উপস্থিতিতে কুয়াকাটা পৌর সভার নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের প্রার্থী বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত হয়।
এ সময় গোপন ভোটের মাধ্যমে পৌরসভার ৬৭ জন ডেলিগেট ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন।
এতে বর্তমান পৌর মেয়র ৫০ ভোট পেয়ে প্রথম স্থান, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মাহামুদুল আলম টিটু ৬ ভোট পেয়ে ২য় স্থান ও কাউন্সিলর  শাহ আলম ৪ ভোট পেয়ে ৩য় স্থান অধিকার করেছেন।
তৃনমূলের এই তালিকা বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার কাছে চূড়ান্ত মননায়নের জন্য পাঠাবেন জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ পরবর্তীতে পার্টির সভাপতি এবং মননায়ন বোর্ডের সিদ্ধান্তে মাধ্যমে দলিয় মননায়ন প্রদান করা হবে।
তৃনমূলের ভোট গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১১৪ পটুয়াখালী ৪ আসনের সাংসদ মহিব্বুর রহমান, পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীর হোসেন, কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোতালেব তালুকদার সহ জেলা, উপজেলা ও মহিপুর থানা আওয়ামীলীগের ও তার সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
উল্লেখ্য আগামী ২৮ ডিসেম্বর কুয়াকাটা পৌর সভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »