‘তাদের জ্ঞান-বুদ্ধিই নেই, যারা বিদেশে ঘাস চাষ শেখা নিয়ে প্রশ্ন তোলে’

Spread the love

পরিকল্পনা কমিশন তী’ব্র সমালোচনা উপেক্ষা করেই চূড়ান্ত অ’নুমোদনের জন্য ‘ঘাস চাষ সম্প্রসারণ’ প্রকল্প একনেক টেবিলে তুলতে যা’চ্ছে। মন্ত্রণালয় বলছে প্রকল্পটি নি’য়ে অযৌক্তিক সমালোচনা হচ্ছে। তাদের দাবি, মানসম্মত পুষ্টি ও দুধের উ’ৎপাদন বাড়াতে গবা’দিপশুর ঘাস চাষের আধুনিক প্রশিক্ষণ প্রয়োজন।

জানা গেছে, পুষ্টি’কর ঘাস চাষ শিখতে বিদেশ পাঠানো হচ্ছে প্রাণিসম্পদের ৩২ কর্মক’র্তাকে, এমন খবরে আবারও আলোচনায় পরিকল্পনা কমিশন। প্রকল্প প্র’স্তাবনায় দেখা যায়, ১শ ১ কোটি ৫৩ লাখ টাকা মোট ব্য’য়ের প্রকল্পে, বিদেশে প্রশিক্ষণ গ্রহণ খাতে ৩২ কর্মকর্তার পেছনে ব্যয় ধরা হ’য়েছে ৩ কোটি ২০ লাখ টাকা। এমন প্রস্তাবনা নি’য়েই মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী ক’মিটির সভায় অনুমোদনের জন্য তোলা হচ্ছে প্রক’ল্পটি। সম্পূর্ণ সরকারি অর্থায়নে চলতি বছরের এপ্রিলে শুরু হয়ে ২০২৪ সালের মা’র্চে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ প্রকল্পটি বা’স্তবায়ন করবে প্রাণিসম্পদ অধিদপ্তর।

যদিও কমিশন বলছে, অযৌ’ক্তিকভাবে না জেনেই সমালোচনা হচ্ছে প্রকল্পটি নিয়ে। বি’ভিন্ন দেশে গবাদি পশুর জন্য পরিকল্পিতভাবে পুষ্টিকর ঘা’স চাষ হয়ে থাকে।

এ প্রসঙ্গে পরিকল্পনা কমিশ’নের সদস্য মো. জাকির হোসেন গণমাধ্যমকে বলেন, ‘ঘাস চা’ষ শেখা নিয়ে যারা প্রশ্ন তুলছে তাদের জ্ঞান বুদ্ধিই নেই। দেশে ঘা’স না হলে গরু দুধ দেবে কিভাবে? আমরা হাইজিন ভ্যারাইটি বা’নিয়েছি, শংকর জাত করেছি আর গরুকে ঘাস খাওয়াবো না? গ’রু দুধ দেবে কি বাতাস খেয়ে?

এদিকে, অপচয়রোধে যাতে অযৌ’ক্তিক খাতে কোনো ব্যয় অনুমোদন না হয়, সেদিকে কড়া নজরদারির তাগিদ উন্নয়ন অর্থনীতিবিদদের। সরকারি অর্থের যৌ’ক্তিক ব্যয় নিশ্চিতে, বিশেষজ্ঞ টিম দিয়ে প্রকল্প প্রস্তাবনা যাচাই বাছাইয়ের আহ্বান তাদের।

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে একের পর এক অ’নিয়মের ঘটনা সামনে আসায়, বছরখানেক আগেই ন’ড়েচড়ে বসে পরিকল্পনা মন্ত্রণালয়। এমনকি অর্থের অপচয় বন্ধে প্রক’র টাকায় বিদেশ ভ্রমণের ওপর একরকম নিষেধাজ্ঞাও আ’সে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে।

উন্নয়ন অর্থনীতিবিদ ড.আবু ইউসুফ বলেন, যৌ’ক্তিক ব্যয় নিশ্চিত করতে হবে। য’দি ঘাস শিখতে বিদেশ যেতেও হয়, তাহলে যত কম ব্যয়ে ও কম মানুষ নিয়ে যা’ওয়া যায় সেটা খেয়াল রাখতে হবে।

সূত্র : সময় নিউজ।



আমাদের ফেসবুক পাতা




প্রয়োজনে কল করুন 01740665545

আমাদের ফেসবুক দলে যোগ দিন







Translate »