আজকের ঝলক নিউজ

বিডিসিএসও প্রসেসের বার্ষিক সম্মেলন;

Spread the love
আগামী ২৩, ২৫ এবং ২৭ অক্টোবর বিডিসিএসও প্রসেসের কার্ষিক সম্মেলন। প্রতিদিন সকাল ১১ টা তেকে ১.৩০ পর্যন্ত চলবে এই ভার্চুয়াল সম্মেলন। সম্মেলনে অংশগ্রহণের জন্য সবার প্রতি আহŸান জানাচ্ছি। অংশ নিতে চাইলে অনুগ্রহ করে এই লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করুন:  http://www.cxb-cso-ngo.org/registration/
এই এই ভিডিওতে সংক্ষিপ্তভাবে আমাদের দর্শন, উদ্দেশ্য এবং বিডিসিএসও প্রসেসের গত চার বছরের কার্যক্রম তুলে ধরা হয়েছে। আমরা বিশ্বাস করি অন্যান্য কাজের পাশাপাশি সিএসও/এনজিও গণতন্ত্র এবং মানবাধিকার নিয়েও কাজ করবে। আমরা বিশ্বাস করি যে সকল সিএসও / এনজিও- এর মধ্যে একটি সেক্টরাল ঐক্য থাকা উচিত। সিএসও এর কার্যক্রমে দাতাগোষ্ঠীর সক্রিতা অর্থায়ন থাকতে পারে, কিন্তু বর্তমান সময়ে সিএসও/এনজিওগুলি আরও বেশি স্বাধীন ও স্বতন্ত্রভাবে কাজ করতে দেখা যাচ্ছে। আমাদের ২০২১ সম্মেলনে স্থানীয়ভাবে উদ্যোগণ, অংশীদারিত্ব নির্বাচন প্রক্রিয়া এবং অন্তর্ভুক্তি ও সহনশীলতার সংস্কৃতি নিয়ে আলোচনা হবে।
আরো পড়ুন কিস্তি আদায় করতে গিয়ে দুই এনজিও কর্মী খুন
ভিডিও দেখুন https://www.youtube.com/watch?v=2xSD_ROhisY